রুক্ষ্ম ত্বকের সমস্যা দূর হবে ঘরোয়া টোটকায়, ব্যবহার করুন এই কয়টি বিশেষ অ্যালোভেরার প্যাক

শীতকালে রুক্ষ্ম ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া টোটকা মেনে চলুন। অ্যালোভেরা, মধু, দুধ, হলুদ এবং চন্দনের মতো উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নিন।

শীতের সময় রুক্ষ্ম ত্বকের সমস্যা দেখা দেয়। ত্বক ফাটা, চুলকানি থেকে শুরু করে শুষ্ক ত্বকের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে দামি দামি পণ্য ব্যবহার না করে ঘরোয়া টোটকা মেনে চলুন। জেনে নিন কী ব্যবহার করবেন।

অ্যালোভেরা ও মধুর প্যাক

Latest Videos

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তাতে মেশান মধু। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

অ্যালোভেরা ও দুধের প্যাক

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তাতে মেশান দুধ। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

অ্যালোভেরা ও হলুদের প্যাক

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার হলুদ বেটে নিন। অ্যালোভেরার সঙ্গে হলুদ মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে। সপ্তাহে রোজ ব্যবহারে মিলবে উপকার।

অ্যালোভেরা ও চন্দনের প্যাক

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা ব্লেন্ড করে নিয়ে তাতে মেশান চন্দন বাটা। এবার মুখে লাগিয়ে অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। মুখে ধুয়ে নিলেই আসবে জেল্লা।

এবার থেকে মেনে চলুন এই সকল বিশেষ টিপস। এতে মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা। শীতের জন্য উপকারী এই সকল প্যাক। 

Share this article
click me!

Latest Videos

পৌষ মাসে Tarapith মন্দিরের নতুন বিধি! পুজো দিতে এলে মানতে হবে এই নিয়মগুলি | Birbhum News Today
'আমি মরার আগে চিন্ময়কৃষ্ণের জন্য শেষ লড়াই করব' ভারতে এসে বিস্ফোরক Rabindra Ghosh | Bangladesh News
বিয়ের মুহূর্তেই ঘটে গেল এইরকম ঘটনা! শোরগোল Nadia-র Shantipur-এ, দেখুন | Nadia News Today
Amit Shah Live : লোকসভায় পেশ One Nation One Election বিল পেশ, কি বললেন অমিত শাহ? দেখুন
Sukanta Majumdar : এক দেশ এক নির্বাচন নিয়ে বিরোধীদের ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বলছেন তিনি