শীতের মরশুমে নিন পায়ের বিশেষ যত্ন, রইল কয়টি ঘরোয়া ফুট প্যাকের হদিশ

শীতকালে রুক্ষ ত্বক ও চুলের পাশাপাশি পায়ের যত্ন নেওয়াও জরুরি। কলা-মধু, অ্যালোভেরা-দুধ, ওটস-মধু-লেবুর রস এবং বেসন-হলুদ-দুধের মতো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি ফুট প্যাক ব্যবহারে পাবেন মসৃণ ও কোমল পা।

শীতের সময় রুক্ষ্ম ত্বকের সমস্যায় জেরবার অবস্থা সকলেরই। এরই সঙ্গে দেখা দেয় রুক্ষ্ম চুলের সমস্যা। এই সবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পায়ের সমস্যা। শীতের মরশুমে নিন পায়ের বিশেষ যত্ন, রইল কয়টি ঘরোয়া ফুট প্যাকের হদিশ। জেনে নিন কী করবেন।

কলা ও মধু

Latest Videos

কলা ভালো করে চটকে দিন। এবার তার সঙ্গে মেশান মধু। ভালো করে চটে প্যাক বানান। পা পরিষ্কার করে এই প্যাক লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। 

অ্যালোভেরা ও দুধ

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার তা সেই জেল মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে দুধ মেশান। পা পরিষ্কার করে তা পায়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

ওটস, মধু ও লেবুর রস

ওটস মিহি করে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। মেশান লেবুর রস। এবার পা পরিষ্কার করে তাতে লাগান এই প্যাক। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

বেসন, হলুদ ও দুধের প্যাক

হলুদ প্রথমে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান বেসন। মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। পরিষ্কার পায়ে তা লাগান শুকিয়ে গেলে ধুয়ে নিন। রোজ ব্যবহার করতে পারেন এই ফুট মাস্ক। 

 

Share this article
click me!

Latest Videos

‘আমাকে ভারতের ISKCON-এর দালাল বলছে!’ বিস্ফোরক Bangladesh-এর আইনজীবী Rabindra Ghosh
পৌষ মাসে Tarapith মন্দিরের নতুন বিধি! পুজো দিতে এলে মানতে হবে এই নিয়মগুলি | Birbhum News Today
'Chinmoy Krishna Das-কে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে' ভারতে এসে বিস্ফোরক আইনজীবী Rabindra Ghosh
বিয়ের মুহূর্তেই ঘটে গেল এইরকম ঘটনা! শোরগোল Nadia-র Shantipur-এ, দেখুন | Nadia News Today
বাংলাদেশকে একহাত নিলেন শমীক #shorts #shamikbhattacharya #bangladesh