শীতের মরশুমে নিন পায়ের বিশেষ যত্ন, রইল কয়টি ঘরোয়া ফুট প্যাকের হদিশ

Published : Dec 10, 2024, 08:08 PM IST
foot whitening with shampoo eno and toothpaste

সংক্ষিপ্ত

শীতকালে রুক্ষ ত্বক ও চুলের পাশাপাশি পায়ের যত্ন নেওয়াও জরুরি। কলা-মধু, অ্যালোভেরা-দুধ, ওটস-মধু-লেবুর রস এবং বেসন-হলুদ-দুধের মতো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি ফুট প্যাক ব্যবহারে পাবেন মসৃণ ও কোমল পা।

শীতের সময় রুক্ষ্ম ত্বকের সমস্যায় জেরবার অবস্থা সকলেরই। এরই সঙ্গে দেখা দেয় রুক্ষ্ম চুলের সমস্যা। এই সবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পায়ের সমস্যা। শীতের মরশুমে নিন পায়ের বিশেষ যত্ন, রইল কয়টি ঘরোয়া ফুট প্যাকের হদিশ। জেনে নিন কী করবেন।

কলা ও মধু

কলা ভালো করে চটকে দিন। এবার তার সঙ্গে মেশান মধু। ভালো করে চটে প্যাক বানান। পা পরিষ্কার করে এই প্যাক লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। 

অ্যালোভেরা ও দুধ

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার তা সেই জেল মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে দুধ মেশান। পা পরিষ্কার করে তা পায়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

ওটস, মধু ও লেবুর রস

ওটস মিহি করে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। মেশান লেবুর রস। এবার পা পরিষ্কার করে তাতে লাগান এই প্যাক। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

বেসন, হলুদ ও দুধের প্যাক

হলুদ প্রথমে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান বেসন। মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। পরিষ্কার পায়ে তা লাগান শুকিয়ে গেলে ধুয়ে নিন। রোজ ব্যবহার করতে পারেন এই ফুট মাস্ক। 

 

PREV
click me!

Recommended Stories

নতুন বছরে নতুন ট্রেন্ড, ওয়েস্টার্ন ছেড়ে স্যুটে দেখান সোয়াগ
শীতে রুক্ষ ত্বক থেকে বাঁচতে তেলই ভরসা, তাহলে স্নানের আগে বা পরে কখন মাখবেন জানুন