অ্যালোভেরার গুণে ত্বকে আসবে জেল্লা, রইল শীতের কয়টি প্যাকের হদিশ, দেখে নিন এক ঝলকে

Published : Dec 06, 2024, 10:06 PM IST
6 Aloe vera hair mask

সংক্ষিপ্ত

অ্যালোভেরার প্যাক ব্যবহার করে ত্বকের জেল্লা বাড়ানোর ঘরোয়া টিপস। রুক্ষ্ম চুলের সমস্যা দূর করতে অ্যালোভেরা ও হলুদ, দুধ, ওটস এবং পাতিলেবুর প্যাক ব্যবহারের পদ্ধতি।

ত্বকে জেল্লা আনতে সকলেই কোনও না কোনও পদক্ষেপ নিয়ে থাকেন। ত্বক উজ্জ্বল করতে কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ পার্লার ট্রিটমেন্ট করান। এবার এই সব না করে প্যাক লাগান। অ্যালোভেরার প্যাক ব্যবহার করুন নিয়মিত। এতে ত্বকে আসবে জেল্লা। মুহূর্তে দূর হবে রুক্ষ্ম চুলের সমস্যা।

অ্যালোভেরা ও হলুদ

হলুদ প্রথমে বেটে নিন। এবার অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। সেই জেল মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে হলুদ বাটা মেশান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

অ্যালোভেরার ও দুধ

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। সেই জেল মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে মেশান দুধ। প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন।

ওটস ও অ্যালোভেরার প্যাক

ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে ওটস ও অ্যালোভেরার প্যাক। প্রথমে ওটস মিহি করে বেটে নিন। এবার অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। সেই জেল মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে ওটস মেশান। মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ১ দিন ব্যবহার করতে পারেন।

পাতিলেবু ও অ্যালোভেরার প্যাক

একটি পাত্রে অ্যালোভেরার জেল নিন। তাতে মেশান পাতিলেবুর রস। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ১ দিন ব্যবহার করতে পারেন।

 

PREV
click me!

Recommended Stories

শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে অনেকেই ব্যবহার করেন, কিন্তু জানেন কি এর উপকারিতা কি?
রুপোর মঙ্গলসূত্রের অভিনব ডিজাইন, বাজেটের মধ্যে উপহার