শীতে ত্বক উজ্জ্বল হবে ঘরোয়া প্যাকের গুণে, রইল পাঁচটি প্যাকের হদিশ, দেখে নিন এক ঝলকে

শীতকালে রুক্ষ ও ফাটা ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি ঘরোয়া প্যাকের টিপস। দই-হলুদ, দই-মধু, পেঁপে-মধু, দুধ-আমন্ড অয়েলের মতো উপাদানের প্যাক ব্যবহার করে ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখুন।

শীতের সময় রুক্ষ্ম ত্বক থেকে ত্বক ফাটার মতো সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা ঠিক করা কঠিন। আজ রইল বিশেষ টিপস। শীতে ত্বক উজ্জ্বল হবে ঘরোয়া প্যাকের গুণে, পাঁচটি প্যাকের হদিশ।

দই ও হলুদ

Latest Videos

প্রথমে হলুদ বেটে নিন। এবার একটি পাত্রে দই নিয়ে ফেটিয়ে নিন। তাতে মেশান হলুদ বাটা। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

দই ও মধু

একটি পাত্রে দই নিয়ে ফেটিয়ে নিন। তাতে মেশান মধু। তা মুখে লাগান। ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে রোজ কিংবা অন্তত তিন দিন ব্যবহার করতে পারেন।

পেঁপে ও মধু

পাকা পেঁপে নিয়ে ভালো করে চটকে নিন। এবার মেশান মধু। ভালো করে প্যাক বানান। তা মুখে লাগান। ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহার করতে পারেন।

দুধ ও আমন্ড অয়েল

ত্বকের জন্য দুধ ও আমন্ড অয়েলের প্যাক বেশ উপকারী। পাত্রে দুধ নিয়ে তাতে পরিমাণ মতো আমন্ড অয়েল মিশিয়ে নিন। তা মুখে লাগান। ২০ মিনিট রাখুন। ধুয়ে নিলে ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে রোজ ব্যবহার করতে পারেন।

শসা, মধু ও ওটসের প্যাক

ওটস প্রথমে মিহি করে বেটে নিন। এবার শসা টুকরো করে কেটে ব্লেন্ড করে নিন। ওটসের সঙ্গে মেশান শসার রস ও মধু। তা ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। ২০ মিনিট রাখুন। ধুয়ে নিলে ত্বকে আসবে জেল্লা। রোজ ব্যবহার করতে পারেন।

 

Share this article
click me!

Latest Videos

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে 'বিস্ফোরক' প্রতিক্রিয়া চিরঞ্জিতের | Chiranjeet | India Bangladesh News
'মনে হয়, চিন্ময় প্রভুকে জামিন দেবে না আদালত' তাহলে কি করবেন! দেখুন | Chinmoy Krishna Das | Banglades
Amit Shah Live : লোকসভায় পেশ One Nation One Election বিল পেশ, কি বললেন অমিত শাহ? দেখুন
Potato Price Hike : Kolkata-র বাজারে আলুর দাম বাড়িয়ে বিক্রি! অ্যাকশনে টাস্ক ফোর্স
Bangladesh-এর সংখ্যালঘুদের অবস্থা নিয়ে অকপট বাংলাদেশের আইনজীবী Rabindra Ghosh | Bangladesh Crisis