শীতের মরশুমে ত্বক উজ্জ্বল রাখবে এই পাঁচটি ঘরোয়া ফেসপ্যাক, জেনে নিন কী কী

Published : Nov 06, 2024, 03:11 PM ISTUpdated : Nov 06, 2024, 03:12 PM IST
Face pack with rice and masoor dal

সংক্ষিপ্ত

শীতকালে ত্বকের রুক্ষ্মতা, ফাটা এবং চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে এই পাঁচটি ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন। কলা-মধু, দই-ওটস, হলুদ-দুধ, মুসুর ডাল-দুধের মতো উপাদানের প্যাক ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করবে।

শীত মানে ত্বকের নানান সমস্যা। এই সময় রুক্ষ্ম ভাব, ত্বক ফাটা, এমনকী চুলকানির মতো সমস্যা দেখা দেয়। তাই সময় থাকতে সতর্ক হন। শীতের মরশুমে ত্বক উজ্জ্বল রাখবে এই পাঁচটি ঘরোয়া ফেসপ্যাক, জেনে নিন কী কী।

কলা ও মধুর ফেসপ্যাক

প্যাক বানান কলা ও মধু দিয়ে। প্রথমে কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ - ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

দই ও ওটসের ফেসপ্যাক

প্যাক বানাতে পারেন দই ও ওটস দিয়ে। প্রথমে ওটস মিহি করে বেটে নিন। তাতে মেশান দই। এবার তা ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

হলুদ ও দুধের ফেসপ্যাক

বানাতে পারেন হলুদ ও দুধের ফেসপ্যাক। প্রথমে হলুদ বেটে নিন। এবার তার সঙ্গে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

মুসুর ডাল ও দুধের ফেসপ্যাক

প্রথমে মুসুর ডাল বেটে নিন। এবার তার সঙ্গে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। শীতের মরশুমে ত্বক উজ্জ্বল রাখবে এই পাঁচটি ঘরোয়া ফেসপ্যাকের মধ্যে একটি ব্যবহার করুন। ত্বকের যাবতীয় সমস্যা মুহূর্তে দূর হবে। মিলবে উপকার। 

 

PREV
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি