শীতের সময় রুক্ষ্ম ত্বকের সমস্যায় জেরবার অবস্থা হয় সকলেরই। এই সময় কীভাবে সমস্যা থেকে মুক্তি মিলবে তা কেউ স্থির করে উঠতে পারেন না। সমস্যা থেকে বাঁচতে নিয়মিত দই-র প্যাক লাগান। সুস্থ থাকতে অনেকেই টক দই খেয়ে থাকেন। এবার তা খাওয়ার সঙ্গে মুখে লাগান। দ্রুত মিলবে উপকার।
দই ও মধু
একটি পাত্রে টক দই নিয়ে তা ফেটিয়ে নিন। তাতে মেশান মধু। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারেই তফাত বুঝতে পারবেন।
দই ও হলুদ
হলুদ প্রথমে বেটে নিন। এবার দই-র সঙ্গে হলুদ মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন।
দই ও দুধ
যাদের খুবই রুক্ষ্ম ত্বক তারা দই ও দুধের প্যাক লাগান। একটি পাত্রে টক দই নিয়ে তা ফেটিয়ে নিন। তাতে মেশান দুধ। ঘন পেস্ট তৈরি করে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে রোজ এই প্যাক ব্যবহার করতে পারেন।
দই ও বেসন
ত্বকের ভিতরে থাকা নোংরা বের করতে দই ও বেসনের প্যাক লাগান। পাত্রে বেসন নিন। তাতে মেশান দই। ঘন পেস্ট তৈরি করে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
দই ও ওটস
ওটস প্রথমে মিহি করে বেটে নিন। পাত্রে ওটস নিয়ে তাতে মেশান দই। ঘন পেস্ট তৈরি করে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।