হাতে আর ২ দিন, পুজোর আগে ঝকঝকে ত্বক পেতে আজই ব্যবহার করুন এই তিনটি প্যাকের মধ্যে একটি

Published : Sep 25, 2025, 05:47 PM IST
Skin Care Tips

সংক্ষিপ্ত

দুর্গাপূজার আগে পার্লারে না গিয়েও ত্বকে আনুন চটজলদি জেল্লা। এই প্রতিবেদনে রইল তিনটি বিশেষ ঘরোয়া ফেস প্যাকের হদিশ যা ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল। বেসন-হলুদ, দুধ-মধু এবং আলু-লেবুর মতো সহজলভ্য উপাদান দিয়েই তৈরি করা যাবে এই প্যাকগুলি।

ঢাকে কাঠি পড়ল বলে। আর মাত্র ২ দিন। তারপরই শুরু প্যান্ডেল হপিং। যদিও অনেকে পুজো পরিক্রমা শুরু করে দিয়েছে। এদিকে পুজোর কটা দিন সকলের চোখে সুন্দরী হয়ে ওঠা মাস্ট। এই সময় তাই চলে পার্লার ট্রিটমেন্ট। তবে, আপনার হাতে যদি পার্লার যাওয়ার একেবারে সময় না থাকে তাহলে মন ভার করার কিছু নেই। আজ রইল বিশেষ তিনটি প্যাকের হদিশ। এই তিন প্যাকের মধ্যে একটি ব্যবহারেই ত্বকে আসবে জেল্লা। দেখে নিন এক ঝলকে।

বেসন ও হলুদের প্যাক

চটজলদি জেল্লা পেতে ব্যবহার করুন বেসন ও হলুদের প্যাক। এটি ত্বকের মৃত কোষ দূর করে তেমনই ত্বকে আনে জেল্লা। প্রথমে হলুদ বেটে নিন। তার সঙ্গে মেশান বেসন। এবার মেশাতে পারেন সামান্য দুধ। তা না হলে জল মিশিয়েও বানাতে পারেন প্যাকটি। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা।

দুধ ও মধুর প্যাক

একটি পাত্রে ২ চামচ টক দই নিন। তাতে মেশান ১ চামচ মধু। ভালো করে ফেটিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে তুলে দিন। এতে ত্বকে আসবে জেল্লা। দই- এ আছে ল্যাকটিক অ্যাসিড। যা ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে। তেমনই মধু ত্বককে প্রাকৃতিক ভাবে ময়েশ্চরাইজ করে। ত্বককে নরম ও কোমল রাখে এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে।

আলু ও লেবুর প্যাক

ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন আলু ও লেবুর প্যাক। একবার ব্যবহারেই ত্বকে আসবে জেল্লা। আলুতে আছে ক্যাটেকোলেজ এনজাইম যা ত্বকের পিগমেন্টেশন কমায়। তেমনই দাগ দূর করে। তেমনই লেবুর রসে আছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। যা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। একটি মাঝারি মাপের আলু নিন। তা বেটে রস বের করে নিন। এবার তাতে মেশান লেবুর রস। মিশ্রণটি তুলোয় করে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নতুন বছরে নতুন ট্রেন্ড, ওয়েস্টার্ন ছেড়ে স্যুটে দেখান সোয়াগ
শীতে রুক্ষ ত্বক থেকে বাঁচতে তেলই ভরসা, তাহলে স্নানের আগে বা পরে কখন মাখবেন জানুন