চটজলদি উজ্জ্বল ত্বক পেতে চান, একবার ব্যবহার করুন এই বিশেষ প্যাক, দ্রুত মিলবে উপকার

Published : Nov 08, 2024, 10:19 PM ISTUpdated : Nov 08, 2024, 10:20 PM IST
Skin care

সংক্ষিপ্ত

শীতের শুরুতে রুক্ষ ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে ও ত্বক উজ্জ্বল করতে ঘরোয়া উপায়ে ওটস এবং বেসনের ফেসপ্যাক ব্যবহার করুন। মরা কোষ দূর করে ত্বক নরম ও উজ্জ্বল করতে সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করুন।

উজ্জ্বল ত্বক কে না চান। ত্বক উজ্জ্বল করতে মোটা টাকা খরচ করেন অনেকে। কেউ পার্লার ট্রিটমেন্ট করেন তো কেউ নানান পণ্য ব্যবহার করেন। এবার এই সব পন্থা ভুলে ঘরোয়া টোটকায় মন দিন। চটজলদি উজ্জ্বল ত্বক পেতে চাইলে এই বিশেষ প্যাক ব্যবহার করুন। দ্রুত মিলবে উপকার।

ওটসের ফেসপ্যাক

ব্যবহার করতে পারেন ওটসের ফেসপ্যাক। শীতের শুরুতে অনেকের ত্বকে রুক্ষ্ম ভাব দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে হোক কিংবা ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন ওটসের ফেসপ্যাক। প্রথমে ওটস মিহি করে বেটে নিন। তাতে মেশান দই। মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। ২০ মিনিট রাখুন। তারপর ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। মুখে থাকা মরা কোষ দূর হবে। তেমনই ত্বক হবে উজ্জ্বল। সঙ্গে এতে থাকা দই ত্বক নরম করবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক। 

বেসনের ফেসপ্যাক

এই সময় ব্যবহার করতে পারেন বেসনের ফেসপ্যাক। প্রথমে হলুদ বেটে নিন। এবার পাত্রে বেসন নিন। তার সঙ্গে মেশান হলুদ বাটা। এবার দিন দই। ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজনে সামান্য মধু দিতে পারেন। এই কয়টি উপকরণ দিয়ে প্যাক বানান। এবার তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই কয়টি উপাদানের গুণে মুখে আসবে জেল্লা। ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক। এই প্যাক একবার ব্যবহারেই ত্বকে মুহূর্তে আসবে জেল্লা।  

 

PREV
click me!

Recommended Stories

ক্রিসমাস ২০২৫-এর ড্রেসিং করে তুলুন পারফেক্ট, পরুন মিনিম্যাল জুয়েলারি
Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন