মাত্র একবার ব্য়বহারে দূর হবে আঁচিল, রইল বিশেষ কয়টি আয়ুর্বেদিক টোটকা, জেনে নিন কী কী

মুখে বা শরীরের অন্যান্য স্থানে আঁচিল একটি সাধারণ সমস্যা। এই আর্টিকেলে আঁচিল দূর করার তিনটি ঘরোয়া আয়ুর্বেদিক টোটকা বর্ণনা করা হয়েছে, যেমন আমলকির পাতা, কলার খোসা এবং পেঁয়াজের ব্যবহার।

Sayanita Chakraborty | Published : Nov 7, 2024 7:51 AM IST

মুখে থাকা আঁচিল সব সময় সৌন্দর্যের পথে বাধা সৃষ্টি করে। এটি আমাদের অস্বস্তির প্রধান কারণে। যদিও আঁচিল কোনও রোগ না। তবে, এটি ত্বকের এক অন্যতম সমস্যা। ত্বকের এই সমস্যা সমাধানে কী করবেন অধিকাংশই বুঝে উঠতে পারেন না। সে কারণে কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ বিশেষ কোনও ট্রিটমেন্ট করান। এই করতে গিয়ে মোটা টাকা ব্যয় হয়। এবার আঁচিল দূর করতে এমন পদ্ধতি অনুসরণ না করে আয়ুর্বেদিক টোটকার ওপর ভরসা রাখুন।

আঁচিল শরীরের যে কোনও অংশে হতে পারে। হাত, পা, মুখ, কব্জি এবং হাঁটুতে হতে পারে আঁচিল। মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে এটি হয়ে থাকে। আঁচিল পিগমেন্ট কোষের গুচ্ছ, যা কালো বা বাদামি রঙের হয়। দীর্ঘদিন চিকিৎসা না করালে তা কঠিন রোগের কারণে হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এই তিনটি টোটকা মেনে চলুন।

Latest Videos

আমলকির পাতা

পাতা পিষে নিন। সামান্য জল দিন। তা দিয়ে পেস্ট তৈরি করে নিন। দিনে দুবার আঁচিলের ওপর এই পেস্ট লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন। কদিন ব্যবহারেই মিলবে উপকার।

কলার খোসা

কলার খোসার গুণে আঁচিল থেকে মুক্তি মেলে। কলার খোসাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট। যা আঁচিল দূর করে। একটি কলার খোসা নিন। তা এই আঁচিলের ওপর লাগান। সারা রাত রেখে দিন। এক দিনেই তফাত দেখতে পাবেন।

পেঁয়াজ

পেঁয়াজের গুণে দূর হয় আঁচিল। এতে আছে অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। পেঁয়াজ কেটে আঁচিলের ওপর দিন। কিছুক্ষণ রেখে সরিয়ে নিন। নিজেই তফাত দেখতে পাবেন।

 

Share this article
click me!

Latest Videos

'অন্য রাজ্য হলে ফিরহাদের কোমরে দড়ি...' মেদিনীপুরে বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari |
সন্দেশখালির মহিলাদের স্বভাব ও চরিত্র নিয়ে 'অপমান'! পাল্টা BJP-র অর্চনা | Firhad Hakim on Rekha Patra
আর্টিকেল ৩৭০ নিয়ে কড়া প্রতিক্রিয়া নরেন্দ্র মোদীর, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী | Narendra Modi
এ সিভিক না গুন্ডা! সামান্য বচসায় হেলমেট দিয়ে মেরে এ কী হাল করল যুবকের?
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed