মাত্র একবার ব্য়বহারে দূর হবে আঁচিল, রইল বিশেষ কয়টি আয়ুর্বেদিক টোটকা, জেনে নিন কী কী

Published : Nov 07, 2024, 01:21 PM IST
palmistry-mole-on-face

সংক্ষিপ্ত

মুখে বা শরীরের অন্যান্য স্থানে আঁচিল একটি সাধারণ সমস্যা। এই আর্টিকেলে আঁচিল দূর করার তিনটি ঘরোয়া আয়ুর্বেদিক টোটকা বর্ণনা করা হয়েছে, যেমন আমলকির পাতা, কলার খোসা এবং পেঁয়াজের ব্যবহার।

মুখে থাকা আঁচিল সব সময় সৌন্দর্যের পথে বাধা সৃষ্টি করে। এটি আমাদের অস্বস্তির প্রধান কারণে। যদিও আঁচিল কোনও রোগ না। তবে, এটি ত্বকের এক অন্যতম সমস্যা। ত্বকের এই সমস্যা সমাধানে কী করবেন অধিকাংশই বুঝে উঠতে পারেন না। সে কারণে কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ বিশেষ কোনও ট্রিটমেন্ট করান। এই করতে গিয়ে মোটা টাকা ব্যয় হয়। এবার আঁচিল দূর করতে এমন পদ্ধতি অনুসরণ না করে আয়ুর্বেদিক টোটকার ওপর ভরসা রাখুন।

আঁচিল শরীরের যে কোনও অংশে হতে পারে। হাত, পা, মুখ, কব্জি এবং হাঁটুতে হতে পারে আঁচিল। মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে এটি হয়ে থাকে। আঁচিল পিগমেন্ট কোষের গুচ্ছ, যা কালো বা বাদামি রঙের হয়। দীর্ঘদিন চিকিৎসা না করালে তা কঠিন রোগের কারণে হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এই তিনটি টোটকা মেনে চলুন।

আমলকির পাতা

পাতা পিষে নিন। সামান্য জল দিন। তা দিয়ে পেস্ট তৈরি করে নিন। দিনে দুবার আঁচিলের ওপর এই পেস্ট লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন। কদিন ব্যবহারেই মিলবে উপকার।

কলার খোসা

কলার খোসার গুণে আঁচিল থেকে মুক্তি মেলে। কলার খোসাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট। যা আঁচিল দূর করে। একটি কলার খোসা নিন। তা এই আঁচিলের ওপর লাগান। সারা রাত রেখে দিন। এক দিনেই তফাত দেখতে পাবেন।

পেঁয়াজ

পেঁয়াজের গুণে দূর হয় আঁচিল। এতে আছে অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। পেঁয়াজ কেটে আঁচিলের ওপর দিন। কিছুক্ষণ রেখে সরিয়ে নিন। নিজেই তফাত দেখতে পাবেন।

 

PREV
click me!

Recommended Stories

ক্রিসমাস ২০২৫-এর ড্রেসিং করে তুলুন পারফেক্ট, পরুন মিনিম্যাল জুয়েলারি
Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন