
ক্রমে বদল হচ্ছে আবহাওয়া। মাঝে মধ্যে ঠান্ডা অনুভূত হলেও অনেক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম লাগছে। এই সময় ত্বকের হাল বেহাল। কারও দেখা দিচ্ছে ব্রণ তো কারও ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে। এই ঋতুপরিবর্তনের সময় ত্বকের নিন বিশেষ যত্ন, রইল কয়টি ঘরোয়া ফেসপ্যাকের হদিশ।
কলা ও মধুর প্যাক
প্যাক বানান কলা ও মধু দিয়ে। কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। মুখ পরিষ্কার করে তাতে লাগান কলা ও মধুর প্যাক। শুকোতে দিন। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিন। মিলবে উপকার।
ওটস ও দইয়ের প্যাক
ওটস মিহি করে বেটে নিন। তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মুখ পরিষ্কার করে মুখে লাগান ওটস ও দইয়ের প্যাক। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। ত্বকে জমে থাকা নোংরা বের হয়ে যাবে।
বেসন ও দুধের প্যাক
পাত্রে বেসন নিন। তাতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মুখ পরিষ্কার করে মুখে লাগান ওটস ও দইয়ের প্যাক। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঘষে ধুয়ে নিন।
অ্যালোভেরার প্যাক
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তার মিক্সিতে ব্লেন্ড করে নিন। তার সঙ্গে মেশান মধু। মুখে লাগান। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঘষে ধুয়ে নিন।
মুলতানি মাটি ও গোলাপ জল
পাত্রে মুলতানি মাটি নিন। তাতে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঘষে ধুয়ে নিন।
মধু ও দারুচিনি
বানাতে পারেন মধু ও দারুচিনির ফেসপ্যাক। প্রথমে দারুচিনি মিহি করে বেটে নিন। তাতে মেশান মধু। ত্বকে লাগান শুকিয়ে গেলে ধুয়ে নিন। এভাবে ঋতুপরিবর্তনের সময় ত্বকের নিন বিশেষ যত্ন।