পুজোর আগেই চুল হবে সিল্কি, বাড়িতেই নিন বিশেষ যত্ন, রইল বিশেষ প্যাকের হদিশ

পুজোর সময় সিল্কি চুল পেতে বাড়িতেই তৈরি করুন বিভিন্ন প্যাক। দই-ডিম, কলা-কাঠবাদাম তেল, অ্যালোভেরা-নারকেল তেল, মধু-অলিভ অয়েল দিয়ে তৈরি করুন চুলের প্যাক।

Sayanita Chakraborty | Published : Sep 20, 2024 3:56 PM IST

হাতে মাত্র কটা দিন। তারপরই শুরু হয়ে যাবে উৎসব। পুজোর কদিন আনন্দে গা ভাসানোর পালা। এই কদিন সকলেই নিজের মতো করে উপভোগ করতে চায়। তেমনই পুজোর সময় সকলের নজর কাড়ার জন্য চলে মরিয়া প্রচেষ্টা। সে কারণে অনেক আগে থেকে শুরু হয়ে যায়। আজ টিপস রইল চুলের সাজ নিয়ে। পুজোয় সিল্কি চুল পেতে বাড়িতেই নিন যত্ন, রইল বিশেষ প্যাকের হদিশ।

দই ও ডিমের প্যাক

Latest Videos

চুলের জন্য বেশ উপকারী দই ও ডিমের প্যাক। একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে দিন দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

কলা ও কাঠবাদাম তেলের প্যাক

লাগাতে পারেন কলা ও কাঠবাদাম তেলের প্যাক। প্রথমে কলা চটকে নিন। তাতে মেশান কাঠবাদাম তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার তা চুলে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে চুল হবে সিল্কি।

অ্যালোভেরা ও নারকেল তেলের প্যাক

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে মেশান নারকেল তেল। প্যাকটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

মধু ও অলিভ অয়েল

প্যাক বানাতে পারেন মধু ও অলিভ অয়েল দিয়ে। একটি পাত্রে মধু নিন। তাতে মেশান পরিমাণ মতো অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্যাকটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়েছিল' জেল থেকে ছাড়া পেয়েই পাল্টা অভিযোগ Kalatan Dasgupta-র