শীত মানেই রুক্ষ্ম চুলের সমস্যা। এই সময় রুক্ষ্ম চুলের সঙ্গে খুশকির সমস্যা আরও জটিলতা তৈরি করে। শীতের সময় চুলের সঠিক না যত্ন নিলে একদিকে যেমন বাড়ে চুল পড়ার সমস্যা তেমনই বাড়ে ডগা চেরার সমস্যা। সঙ্গে রুক্ষ্ম ভাব তো আছেই। এবার শীতের মরশুমে চুলের নিন বিশেষ যত্ন, সপ্তাহে অন্তত ১ দিন ব্যবহার করুন এই প্যাক।
কলা ও মধু
প্রথমে কলা চটকে নিন। তাতে মেশান মধু। তা চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ দিন ব্যবহারেই মিলবে উপকার।
নারকেল তেল ও কর্পূর
প্রথমে কর্পূর গুঁড়ো করে নিন। তা নারকেল তেলে মেশান। এবার নারকেল তেল গরম করে নিন। এই তেল স্ক্যাল্পে লাগিয়ে ভালো করে মাসাজ করুন। এমনকী, চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ দিন ব্যবহারেই মিলবে উপকার। সম্ভব হলে অন্তত ৩ দিন ব্যবহার করতে পারেন।
ডিম ও দই
ডিমের হলুদ অংশ একটি পাত্রে নিয়ে তা ফেটিয়ে নিন। তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ দিন ব্যবহারেই মিলবে উপকার।
এবার থেকে মেনে চলুন এই সকল টোটকা। এতে চুলের সমস্যা যেমন দূর হবে তেমনই চুল থাকবে ভালো। সপ্তাহে মাত্র ১ দিন ব্যবহারেই মিলবে উপকার।