Beauty Tips: ১ বার ব্যবহারে দূর হবে মুখের কালো ছোপ, রইল ১০টি ঘরোয়া প্যাকের হদিশ

Published : Jul 01, 2025, 02:18 PM ISTUpdated : Jul 01, 2025, 02:19 PM IST

ব্রণ, ব্ল্যাক হেডসের মতো ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া প্যাক ব্যবহার করার টিপস। বেসন, দই, ওটস, মধু, হলুদ, লেবু, চালের গুঁড়ো, নারকেল তেল, কফি, চন্দন ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায়।

PREV
110

মুখে কালো প্যাক, ব্রণ কিংবা ব্ল্যাক হেডসের মতো সমস্যায় নাজেহাল অবস্থা হয় অনেকেরই। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেউ পার্লার ট্রিটমেন্ট করান তো কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন।

210

এবার ত্বকের যত্ন নিন ঘরোয়া উপায়। আজ রইল বিশেষ টিপস। যারা ত্বকের সমস্যায় ভুগছেন তারা ব্যবহার করুন ঘরোয়া প্যাক। জেনে নিন কোন উপায় ত্বক হবে উজ্জ্বল।

310

বেসন ও দইয়ের প্যাক

লাগাতে পারেন বেসন ও দইয়ের প্যাক। পাত্রে পরিমাণ মতো বেসন নিন। এবার দই অপর পাত্রে নিয়ে ফেটিয়ে নিন। বেসনের সঙ্গে মিশিয়ে নিন দই। প্যাক বানিয়ে নিন মুখে লাগান শুকিয়ে গেলে ধুয়ে নিন।

410

ওটস, মধু ও দুধের প্যাক

প্রথমে ওটস মিহি করে বেটে নিন। তাতে মেশান মধু ও দুধ। সঙ্গে মিশিয়ে নিন দই। প্যাক বানিয়ে নিন মুখে লাগান শুকিয়ে গেলে ধুয়ে নিন।

510

হলুদ ও মধুর প্যাক

প্যাক বানান হলুদ ও মধু দিয়ে। হলুদ প্রথমে বেটে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে প্যাক বানান। মুখে লাগান। হালকা হাতে ধষে নিন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন পর্যন্ত এই প্যাক ব্যবহার করতে পারেন।

610

দুধ ও পাতিলেবু

পাত্রে পরিমাণ মতো দুধ নিন। তাতে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। এবার তুলোয় করে মুখ, গলায় এবং হাতে লাগান। শরীরের যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে লাগান। শুকিয়ে গেলে ২০ মিনিট পর ধুয়ে নিন।

710

চালের গুঁড়ো ও দই

প্রথমে চালের গুঁড়ো মিহি করে বেটে নিন। তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারেই মিলবে উপকার।

810

নারকেল তেল ও কফি

পাত্রে নারকেল তেল নিন। তাতে মেশান কফি গুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন মুখে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। হালকা হাতে ধষে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারেই মিলবে উপকার।

910

নারকেল তেল ও মধু

পাত্রে নারকেল তেল নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন মুখে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। হালকা গরম জলে ধুয়ে নিন। মিলবে উপকার।

1010

চন্দন ও দুধ

পাত্রে দুধ নিন। তাতে মেশান চন্দন। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন মুখে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। হালকা গরম জলে ধুয়ে নিন। মিলবে উপকার

Read more Photos on
click me!

Recommended Stories