মূলত ঘাড়, বগল, চোখের পাতা ও কুঁচকিতে এমন স্কিন ট্যাগ দেখা যায়। এই সমস্যা দূর করতে ভরসা রাখতে পারেন অ্যাপেল সিডার ভিনিগারের ওপর।
ত্বকের নানান সমস্যা লেগেই থাকে। ব্রণ, ফুসকুড়ি, চুলকানির সমস্যা থেকে শুরু করে নানান সমস্যা দেখা দেয়। এর মধ্যে আছে স্কিন ট্যাগের সমস্যা। স্কিন ট্যাগ দেখতে অনেকটা আঁচিলের মতো। তবে, তা আঁচিল নয়। এটা এক ধরনের ত্বকের সমস্যা। এক্ষেত্রে ত্বকের রঙের কিছু টিস্যু ত্বকের বাইরে বেরিয়ে আসে। ঝুলতে দেখা যায়। ত্বকের ওপর এমন টিস্যুর সব সময় সৌন্দর্যের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। নানা কারণে এমন রোগ দেখা দিতে পারে। মূলত ঘাড়, বগল, চোখের পাতা ও কুঁচকিতে এমন স্কিন ট্যাগ দেখা যায়। এই সমস্যা দূর করতে ভরসা রাখতে পারেন অ্যাপেল সিডার ভিনিগারের ওপর।
এটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিন। এবার তুলো ডুবিয়ে নিন। সেই তুলোর বলটি ট্যাগের ওপর রাখুন। অন্তত ৩০ মিনিট রাখুন। তারপর ফেসওয়াশ ব্যবহার করে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। রোজ ব্যবহার করতে পারেন এই উপাদান। এতে দূর হবে স্কিন ট্যাগ।
তেমনই আরও কয়টি ঘরোয়া উপায় মেনে চললে সমস্যা থেকে মিলবে উপকার। স্কিন ট্যাগ দূর করলে লাগাতে পারেন আদা। আদা থেঁতো করে নিন। রস আলাদা করে নিন। সেই রস স্কিন ট্যাগের ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
ক্যাস্টর অয়েলের গুণে দূর হবে স্কিন ট্যাগের সমস্যা। ত্বকের সমস্যা দূর করতে হাতিয়ার করুন ক্যাস্টর অয়েল। রোজ তুলোয় করে ক্যাস্টর অয়েল নিন। তা স্কিন ট্যাগের ওপর লাগান। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
তেমনই প্রতিদিন লাগাতে পারেন পাতিলেবুর রস। এতে দূর হবে এই জটিল সমস্যা। এছাড়াও, ত্বক উজ্জ্বল করতে, ব্রণ দূর করে ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস। পাতিলেবু ত্বকের জন্য বেশ উপকারী। এর গুণে দ্রুত দূর হবে ত্বকের সমস্যা।
চাইলে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। স্কিন ট্যাগ দূর করতে বেশ উপকারী এটি। একটি পাত্রে টি ট্রি অয়েল নিন। তা তুলোয় করে স্কিন ট্যাগের ওপর লাগান। দিনে ২ থেকে ৩ বার করে টানা ১০ দিন ব্যবহার করুন মেনে চলুন এই সকল টোটকা। এর সঙ্গে স্কিন ট্যাগ দূর করতে ব্যবহার করুন অ্যাপেল সিডার ভিনিগার। এই উপায় দ্রুত মিলবে উপকার। দূর হবে সমস্যা।
আরও পড়ুন
বন্ধ্যাত্ব সমস্যা দূর করতে খেতে পারেন ম্যাকা রুট, জেনে নিন কোন উপায় মিলবে উপকার
বাড়িতে বসেই তৈরি হবে সিক্স প্যাক অ্যাবস, শুধু রোজ পাতে রাখুন এই সুপার ফুড