
ত্বক নিয়ে নানান সমস্যা লেগে থাকে। শুষ্ক ত্বক, রুক্ষ্ম ভাব কিংবা কখনও ত্বকের চুলকানি ভাব দেখা দেয় অনেক সময়। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা অনেকে ঠিক করে উঠতে পারেন না। আজ রইল বিশেষ টিপস। ত্বকের যত্নে এবার ব্যবহার করুন খেজুর। খেজুর দিয়ে তৈরি করুন ফেসপ্যাক। জেনে নিন কীভাবে বানাবেন।
খেজুরের বীজ ছাড়িয়ে নিন। এবার এক কাপ দুধে চার-পাঁচটি খেঁজুর দিয়ে দিন। সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা মিক্সিতে পেস্ট করে নিন। থক থকে পেস্ট তৈরি করুন। এতে দিন মধু। মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
খেজুরের প্যাক বানাতে এক কাপ দুধে চার-পাঁচটি খেজুর ভিজিয়ে দিন। সকালে পেস্ট করে নিন। মুখে লাগান। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
খেঁজুরের বীজ ছাড়িয়ে নিন। এবার এক কাপ দুধে চার-পাঁচটি খেঁজুর দিয়ে দিন। সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা মিক্সিতে পেস্ট করে নিন। তাতে মেশান লেবুর রস। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।
ওটস ও খেজুরের প্যাক বানাতে পারেন। প্রথম ওটস মিহি করে বেটে নিন। এবার এবার এক কাপ দুধে চার-পাঁচটি খেঁজুর দিয়ে দিন। সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা মিক্সিতে পেস্ট করে নিন। তাতে মেশান এই ওটস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। ত্বকে জমে থাকা সকল নোংরা মুহূর্তে দূর হবে।
ত্বকে জেল্লা আনতে ব্যবহার করুন খেজুরের এই প্যাক। এই সকল প্যাক ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের যাবতীয় সমস্যা মুহূর্তে দূর করে। আর ত্বক নরম করে।