জবা তেল দূর করবে চুলের সকল সমস্যা, রইল এই তেলর উপকারিতা, জেনে নিন কীভাবে বানাবেন এই তেল

Published : Mar 22, 2025, 05:44 PM IST
hibiscus flower

সংক্ষিপ্ত

জবা তেল স্কাল্পকে পুষ্টি দেয়, খুশকি ও সংক্রমণ কমায় এবং চুলের বৃদ্ধি বাড়ায়। এটি চুলের গোড়া মজবুত করে এবং মসৃণতা আনে। জেনে নিন জবা তেল তৈরির সহজ উপায়।

চুল নিয়ে নানান সমস্যা লেগেই থাকে। এই সকল সমস্যার তালিকায় আছে চুল পড়া, খুশকি কিংবা রুক্ষ্ম চুলের সমস্যা। চুলের সমস্যা থেকে মুক্তির সঠিক রাস্তা খুঁজে বের করা বেশ কঠিন। সে কারণে কীভাবে চুলের যত্ন ন নেবেন তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না। আজ রইল এই সমস্যার এক সমাধান। চুলের যত্নে এবার ছেকে জবা ফুল ব্যবহার করুন। এই ফুলের গুণের কথা অনেকেরই জানা। তবে, সঠিক পদ্ধতিতে তা ব্যবহারে মিলবে উপকার। চুলের যত্নে ব্যবহার করুন জবা তেল। এই বিশেষ উপায় তেল বানালে পাবেন উপকার। জেনে নিন কী কী উপকার মেলে এই তেল ব্যবহারে।

স্কাল্পে পুষ্টি জোগায় জবা তেল। তেলে থাকে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধক উপাদান রয়েছে যা আমাদের স্কাল্পকে খুশকি আর সংক্রমণের হাত থেকে রক্ষা করে।

চুলের বৃদ্ধি ঘটাতে ভিটামিন এ এবং সি রয়েছে যা স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

জবা ফুলের থেকে তৈরি তেল চুলের গোড়াকে মজবুক করে। চুল পড়া কমে জবা তেলের গুণে।

জবার তেল ব্যবহারে চুল মসৃণ হয় এবং চুলে আসে জেল্লা।

জেনে নিন কীভাবে বানাবেন এই তেল-

এই তেল বানাতে প্রয়োজন পাঁচটি জবা ফুল। এক কাপ নারকেল তেল অথবা অলিভ অয়েল।

প্রথমে এই ফুলগুলো ভালো করে ধুয়ে নিন। এবার তা পরিষ্কার করে পাপড়িগুলো ফুল থেকে আাদা করে নিতে হবে। একটি ছোট পাত্রে নারকেল তেল বা অলিভ অয়েল নিন। তা অল্প আঁচে গরম করুন। তাতে দিন জবা ফুলের পাপড়ি। তেল বেশি গরম করবেন না। এতে তেলের গুণ নষ্ট হয়ে যাবে। এবার ফুলের পাপড়ি দিয়ে তা গরম হতে দিন। গরম হয়ে গেলে তা ছেঁকে নামিয়ে নিন। এই তেল একটি পাত্রে ঢেলে রাখুন। তারপর তা ঠান্ডা হলে স্ক্যাল্পে লাগান।

 

PREV
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি