Skin Care Tips: বর্ষার মরশুমে সহজে দূর হবে ত্বকের কালো প্যাচ, রইল বিশেষ উপায়

Published : Jun 23, 2025, 04:00 PM IST
Potato Face pack at home for Summer Skin Care

সংক্ষিপ্ত

বর্ষার মরশুমে ত্বকে কালো প্যাচের সমস্যা দেখা দেয়। ঘরোয়া উপাদান যেমন মধু ও চিনি, কফি ও নারকেল তেল, চালের গুঁড়ো ও দুধ, এবং ওটস ও মধু ব্যবহার করে স্ক্রাব তৈরি করে এই সমস্যা দূর করা যায়। 

সারা বছর লেগে আছে ত্বকের সমস্যা। বিভিন্ন ঋতুতে দেখা যায় বিভিন্ন সমস্যা। গরমের সময় ধুলো ও ঘামের কারণে ত্বকে বাড়ে ব্রণর সমস্যা। তেমনই বর্ষার সময় নিষ্প্রাণ ত্বক দেখায়। অনেকের ত্বকে আবার কালো কালো ছোপ দেখা যায়। আজ রইল বিশেষ টিপস। এই সহজ টিপস মেনে চললে বর্ষার মরশুমে সহজে দূর হবে ত্বকের কালো প্যাচ। এবার বাজার চলতি পণ্য নয়, কিংবা পার্লার ট্রিটমেন্ট নয়, বরং ব্যবহার করুন ঘরোয়া প্যাক। আজ রইল বিশেষ কয়টি স্ক্রাবারের হদিশ। বর্ষার মরশুমে ব্যবহার করতে পারেন এই সকল স্ক্রাবার। এতে দূর হবে ত্বকের সমস্যা। জেনে নিন কীভাবে নেবেন ত্বকের যত্ন।

মধু ও চিনি

ব্যবহার করুন মধু ও চিনির স্ক্রাবার। প্রথমে চিনি মিহি করে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন।

কফি ও নারকেল তেল

স্ক্রাবার বানান কফি ও নারকেল তেল দিয়ে। পাত্রে নারকেল তেল নিন। এবার তাতে মেশান কফি। ভালো করে মিশিয়ে নিন। এবার মুখ প্রথমে শুকনো করে নিন। প্যাকটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন।

চালের গুঁড়ো ও দুধ

প্যাক বানাতে পারেন চালের গুঁড়ো ও দুধ দিয়ে। পাত্রে চালের গুঁড়ো নিন। এবার তাতে দিন পরিমাণ দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা মুখে লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঘষে ঘুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

ওটস ও মধু

ওটস ও মধু দিয়ে তৈরি প্যাকেও মিলবে উপকার। ওটস মিহি করে বেটে নিন। তাতে মেশান মধু। ঘর প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঘষে ঘুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি