ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন সরষের তেলের ওপর। রইল বিশেষ টোটকা। ত্বকের যত্নে এই কয় উপায় ব্যবহার করুন সরষের তেল। দ্রুত মিলবে উপকার।
শীতের সময় ত্বকের যাবতীয় সমস্যা লেগে থাকে। রুক্ষ্ম ত্বকের সমস্যা, ত্বক ফাটা কিংবা ত্বকে চুলকানি ভাব দেখা দেয়। শীতের সময় ত্বক নিয়ে নানান সমস্যা লেগে থাকে। এই সময় ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন সরষের তেলের ওপর। আজ রইল বিশেষ টোটকা। ত্বকের যত্নে এই কয় উপায় ব্যবহার করুন সরষের তেল। দ্রুত মিলবে উপকার।
মুলতানি মাটি ও সরষের তেল দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। যাদের ত্বক খুব রুক্ষ্ম তারা মুলতানি মাটির সঙ্গে সরষের তেল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাকে গুণে ত্বক যেমন নরম হবে তেমনই ত্বকে আসবে জেল্লা। এই প্যাক রুক্ষ্ম ত্বকের জন্য বেশ উপকারী।
পুদিনা পাতা ও সরষের তেল ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। নানা কারণে অনেকের ত্বকেই ব্রণ বা ফুসকুড়ি থাকে। কিংবা কারও কারও ত্বকে দেখা দেয় কোনও সংক্রমণ। এর থেকে মুক্তি পেতে রইল বিশেষ টোটকা। পুদিনা পাতা ভালো করে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান সরষের তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে নিন। এতে মিলবে উপকার।
শীতের সময় ঠোঁট ফাটার সমস্যা খুবই সাধারণ বিষয়। সরষের তেলের গুণে মুক্তি পেতে পারেন এই ঠোঁট ফাটার সমস্যা থেকে। আঙুলে করে সরষের তেল নিয়ে ঠোঁটে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন। মিলবে উপকার।
সরষের তেলে রসুন নিয়ে বানাতে পারেন বিশেষ তেল। সরষের তেলে একটা রসুনের টুকরো ফেলে ফুটিয়ে নিন। এই তেল ঠান্ডা হলে তা দিয়ে মালিশ করতে পারেন। যাদের সর্দি বা কাশির মতো সমস্যা আছে তারা এই তেল হালকা গরম করে বুকে মালিশ করতে পারেন। এতে মিলবে উপকার।
ব্রণ দূর করতে কিংবা ত্বকের কালো দাগ দূর করতে সরষের তেল লাগাতে পারেন। সরষের তেল আঙুলে করে নিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। প্রতিদিন এই পদ্ধতি মেনে চললে মিলবে উপকার।
তেমনই গোড়ালি ফাটার সমস্যা দূর হবে সরষের তেলের গুণে। তুলোয় করে সরষের তেল নিয়ে ফাটা গোড়ালিতে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন। মিলবে উপকার। এবার থেকে মেনে চলুন এই সকল বিশেষ টোটকা।
আরও পড়ুন-
কোভিড ভ্যাক্সিন সম্পূর্ণ নিরাপদ- তবে এখনও পর্যালোচনা চলছে, জানাল স্বাস্থ্য মন্ত্রক
বদল করুন এই পাঁচ অভ্যেস, দূর হবে চোখের যাবতীয় সমস্যা, জেনে নিন কী কী
গর্ভাবস্থায় মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস, দূর হবে অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধির সমস্যা