একজিমার সমস্যা সমাধানে ব্যবহার করুন নিম তেল, জেনে নিম তেল কীভাবে ব্যবহার করবেন

Published : Nov 18, 2022, 02:14 PM IST
eczema

সংক্ষিপ্ত

রইল কয়টি বিশেষ প্যাকের হদিশ। নিম তেলের সঙ্গে এই সকল বিশেষ উপাদান মিশিয়ে বানাতে পারেন এই সকল প্যাক। এতে দূর হবে একজিমার সমস্যা। জেনে নিন কী করবেন।

ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালা করা কিংবা চুলকানির মতো সমস্যা দেখা দেয় হঠাৎ করে। বড়দের তো বটেই বাচ্চারা এই সমস্যায় ভুগে থাকেন। তেমনই অনেকের এর সঙ্গে দেখা দেয় হাঁপানি ও জ্বরের সমস্যা। এমন শারীরিক জটিলতাকে ডাক্তারি ভাষায় একজিমা বলা হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ডাক্তারি পরামর্শ তো নেবেনই। সঙ্গে ঘরোয়া উপায় মেনে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আজ রইল কয়টি বিশেষ প্যাকের হদিশ। নিম তেলের সঙ্গে এই সকল বিশেষ উপাদান মিশিয়ে বানাতে পারেন এই সকল প্যাক। এতে দূর হবে একজিমার সমস্যা। জেনে নিন কী করবেন।

নিম ও হলুদের প্যাক

একটি ছোট মাপের হলুদের টুকরো বেটে নিন। এবার তার সঙ্গে মেশান ৩ থেকে ৪ ফোঁটা নিম তেল। মেশাতে পারেন মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকের ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। নিম ও হলুদের প্যাক ত্বকের জন্য বেশ উপকারী।

নিম ও নারকেল তেল

নিম ও নারকেল তেলের গুণে দূর হতে পারে একজিমার সমস্যা। একটি পাত্রে সম পরিমাণ নিম তেল ও নারকেল তেল নিন। ভালো করে মিশিয়ে নিন। এবার তা একজিমার ওপর লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন। মিলবে উপকার। এই তেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে। তেমনই আছে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য। এতে মিলবে উপকার।

নিম জল

একজিমা দূর করতে নিম জলে স্নান করলেও মিলবে উপকার। স্নানের জলে ১০ ফোঁটা নিম তেল দিয়ে নিন। রোজ এই জলে স্নান করুন। দ্রুত মিলবে মুক্তি। এই টোটকা বেশ উপকারী।

নিম ও পেঁপের প্যাক

একটি কাঁচা পেঁপে নিয়ে তা চটকে নিন। এবার তাতে মেশান নিম তেল। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি একজিমার ওপর লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে মিলবে উপকার।

নিম ও তুলসীর প্যাক

কয়েকটি তুলসী পাতা নিয়ে ভাল করো ধুয়ে তা বেটে নিন। এবার সেই তুলসী পাতা বাটার সঙ্গে মেশান নিম তেল। ১০ ফোঁটা মতো নিম তেল ঢালুন। মিশ্রণটি একজিমার ওপর লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক। এভাবে একজিমার সমস্যা সমাধানে ব্যবহার করুন নিম তেল। এটি ত্বকের জন্য বেশ উপকারী। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন এই প্যাক।

 

আরও পড়ুন- 

নিত্যদিনের এই কয়টি ভুলে বাড়ছে চোখের সমস্যা, দেখা নিন কী কী করা একেবারেই অনুচিত

দিনের শুরুতে বেছে নিন এই সকল মর্নিং ড্রিংক্সের মধ্যে একটি, সারাদিন সব কাজে মিলবে উদ্যোগ

বাবা মায়ের এই সামান্য ভুলের জন্যই নিউমোনিয়ার শিকার হয় শিশু, জেনে নিন ও সতর্ক থাকুন

PREV
click me!

Recommended Stories

Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন
২০২৫-এ ফ্যাশনে নতুন ট্রেন্ড! মহিলাদের জন্য সেরা সালোয়ার স্যুট