ত্বকের যত্নে ব্যবহার করুন ওটস, জেনে নিন স্ক্রাবিং-এর সহজ উপায়, রইল টিপস

Published : Mar 12, 2025, 09:41 PM IST
Homemade Scrub

সংক্ষিপ্ত

ত্বকের রুক্ষ্মতা, চুলকানি ও ব্রণ কমাতে স্ক্রাবিং খুব দরকারি। ওটস দিয়ে তৈরি স্ক্রাবার এক্ষেত্রে দারুণ কাজ করে। মধু, হলুদ, দুধ বা দই মিশিয়ে সহজেই এই স্ক্রাবার বানানো যায়।

ত্বক নিয়ে নানান জটিলতা চলতেই থাকে। রুক্ষ্ম ত্বক, চুলকানি থেকে শুরু করে ত্বকে ব্রণ কিংবা অন্য কোনও সমস্যা। এই সকল সমস্যা থেকে বাঁচার উপায় বের করা খুব কঠিন। কীভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না। আজ রইল বিশেষ টিপস। এবার থেকে নিয়ম করে স্ক্রাবিং করুন। এতে দ্রুত মিলবে উপকার। জেনে নিন কী করবেন কী না।

ওটসের স্ক্রাবার ব্যবহার করুন নিয়ম করে। এই কয় উপায় স্ক্রাবার বানালে সমস্যা থেকে মিলবে মুক্তি। রইল কয়টি প্যাকের হদিশ। জেনে নিন কীভাবে বানাবেন প্যাক। রইল বিশেষ টিপস।জেনে নিন কী করবেন।  

ওটস ও মধুর স্ক্রাবার

ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান মধু। মেশান পরিমাণ মতো গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। 

ওটস ও হলুদের স্ক্রাবার

ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান হলুদ বাটা। হলুদ সবার আগে বেটে নিন। এবার ওটস ও হলুদ মেশান পরিমাণ মতো গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মেনে চলুন এই সকল টিপস। বানান প্যাক। মিলবে উপকার। 

ওটস ও দুধের স্ক্রাবার

ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান দুধ। মেশান পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

ওটস ও দই-র স্ক্রাবার

ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান দই। সঠিক পরিমাণ মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

 

PREV
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি