
ত্বক নিয়ে নানান জটিলতা চলতেই থাকে। রুক্ষ্ম ত্বক, চুলকানি থেকে শুরু করে ত্বকে ব্রণ কিংবা অন্য কোনও সমস্যা। এই সকল সমস্যা থেকে বাঁচার উপায় বের করা খুব কঠিন। কীভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না। আজ রইল বিশেষ টিপস। এবার থেকে নিয়ম করে স্ক্রাবিং করুন। এতে দ্রুত মিলবে উপকার। জেনে নিন কী করবেন কী না।
ওটসের স্ক্রাবার ব্যবহার করুন নিয়ম করে। এই কয় উপায় স্ক্রাবার বানালে সমস্যা থেকে মিলবে মুক্তি। রইল কয়টি প্যাকের হদিশ। জেনে নিন কীভাবে বানাবেন প্যাক। রইল বিশেষ টিপস।জেনে নিন কী করবেন।
ওটস ও মধুর স্ক্রাবার
ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান মধু। মেশান পরিমাণ মতো গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
ওটস ও হলুদের স্ক্রাবার
ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান হলুদ বাটা। হলুদ সবার আগে বেটে নিন। এবার ওটস ও হলুদ মেশান পরিমাণ মতো গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মেনে চলুন এই সকল টিপস। বানান প্যাক। মিলবে উপকার।
ওটস ও দুধের স্ক্রাবার
ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান দুধ। মেশান পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
ওটস ও দই-র স্ক্রাবার
ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান দই। সঠিক পরিমাণ মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।