ত্বক পরিষ্কার হবে চালের গুঁড়োর গুণে, জেনে নিন কীভাবে বানাবেন প্যাক

Published : Jan 03, 2025, 10:09 PM IST
6 mud face pack for monsoon

সংক্ষিপ্ত

ত্বকের নানান সমস্যা যেমন ব্রণ, চুলকানি ইত্যাদির সমাধানে চালের গুঁড়োর বিভিন্ন প্যাকের উপকারিতা সম্পর্কে জানুন।

ত্বক নিয়ে নানান সমস্যা লেগে থাকে। ব্রণ, চুলকানি থেকে শুরু করে আরও কত কী। এই সবের প্রধান কারণ ত্বকের রোমকূপে জমে থাকা নোংরা। অনেক সময় ফেসওয়াশে পরিষ্কার হয় না এই নোংরা। আজ রইল বিশেষ টিপস। ত্বক পরিষ্কার হবে চালের গুঁড়োর গুণে, জেনে নিন কীভাবে বানাবেন প্যাক।

চালের গুঁড়ো ও অ্যালোভেরা

প্রথমে অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। তার সঙ্গে মেশান মিহি করে বাটা চালের গুঁড়ো। প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

চালের গুঁড়ো ও টমেটো

টমেটো কেটে ব্লেন্ড করে নিন। তা একটি পাত্রে নিন। মেশান মিহি করে বাটা চালের গুঁড়ো। প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

চালের গুঁড়ো ও হলুদ

হলুদ বেটে নিন। আর চালের গুঁড়ো মিহি করে বেটে নিন। দুটো উপকরণ একসঙ্গে মেশান। সামান্য জল দিন। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

চালের গুঁড়ো ও দই

চালের গুঁড়ো মিহি করে বেটে নিন। তাতে মেশান দই। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২-৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

চালের গুঁড়ো ও অলিভ অয়েল

পাত্রে মিহি করে বাটা চালের গুঁড়ো নিন। তাতে মেশান অলিভ অয়েল। প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

চালের গুঁড়ো ও ওটস, দই

প্রথমে ওটস ও চালের গুঁড়ো দুটোই মিহি করে বেটে নিন। একটি পাত্রে চালের গুঁড়ো ও ওটস নিন। তাতে দই মেশান। প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২-৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

 

PREV
click me!

Recommended Stories

দুটো গাল ভরে যাচ্ছে ব্রণে? এর সম্ভাব্য কারণ হচ্ছে আপনার ফোন! জানুন আসল কারণ
Fashion Tips: সৌন্দর্যের শর্টকাটে বিপদ? ভুল ফিলারে বিকৃত হচ্ছে মুখ, ঝুঁকি দৃষ্টিশক্তিতেও