
চুল নিয়ে সারা বছর সমস্যা চলতেই থাকে। খুশকি, ডগা চেরা তো আছেই। তার সঙ্গে চুল পড়ার সমস্যায় ভোগেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। এই সবের সঙ্গে অকাল পক্কতার সমস্যা দেখা দেয় অনেকের। চুলের সমস্যা থেকে মুক্তির পথ খুঁজতে কেউ নিয়ম করে পার্লার ট্রিটমেন্ট করেন তো কেউ ঘন ঘন শ্যাম্পু করেন। এই সব করে দ্রুত যে লাভ হয় এমন নয়।
আজ রইল বিশেষ টিপস। এবার এক সহজ টোটকা মানলে দূর হবে অকাল পক্কতার সমস্যা। একটি পাতার গুণে দূর হবে সমস্যা। কারিপাতা ব্যবহার করুন অকাল পক্কতার সমস্যা থেকে বাঁচতে। প্রথমে কারিপাতা ভালো করে পরিষ্কার করে নিন। এবার জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। এবার নারকেল তেল গরম করুন। তেলে একটু একটু করে দিতে থাকুন কারিপাতা। ফুটতে শুরু করলে নামিয়ে নিন। এবার ঠান্ডা হতে দিন। এই তেল স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান।
অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। যারা তেল মালিশ করে রাতে ঘুমান তারাও এই পদ্ধতি মেনে চলতে পারেন।
প্রথমে কারিপাতা ভালো করে পরিষ্কার করে নিন। এবার জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। এবার তা গুঁড়ো করে নিন। এর সঙ্গে মেশান টক দই। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন।
কারিপাতায় আছে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট। যা চুলের অকালপক্কতা দূর করে। চুলের প্রাকৃতিক রঙ বজায় রাখে।
কারিপাতায় আছে প্রোটিন। যা চুলের গোড়া মজবুত করে। তেমনই চুল রাড়া হন্ধ হয় মেনে চলুন এই সকল টোটকা। এতে মিলহবে উপকার। চুলের যাবতীয় সমস্যা। সমাধান হবে। সঠিক ভাবে চুলের নিন যত্ন।অকাপক্কতার সমস্যা হবে দূর এই বিশে, উপায় প্যার মাস্ক বানিয়ে লাগালে উপকার পাহবেন।