ত্বকে জেল্লা আনতে রইল বিশেষ টিপস। চটজলদি জেল্লা পেতে বাড়িতেই তৈরি করুন ঘরোয়া ব্লিজ, রইল সহজ উপায়ের হদিশ। দেখে নিন কীভাবে বানাবেন এই প্যাক।
চলছে বিয়ের মাস। এই সময় একটা কিংবা তার বেশি নিমন্ত্রণ থেকেই থাকে। আর অনুষ্ঠান বাড়ি মানে, সেখানে সকলের নজর কাড়া মাস্ট। ত্বকে যদি জেল্লা না থাকে তাহলে শুধু মেকআপে সুন্দর দেখানো চাপ। গরমে সময় মেনে চলুন বিশেষ টিপস। ত্বকে জেল্লা আনতে রইল বিশেষ টিপস। চটজলদি জেল্লা পেতে বাড়িতেই তৈরি করুন ঘরোয়া ব্লিজ, রইল সহজ উপায়ের হদিশ। দেখে নিন কীভাবে বানাবেন এই প্যাক।
উপকরণ- আলু (অর্ধেক), টমেটো (অর্ধেক), পাতিলেবু (অর্ধেক), বেসন (১ চা চামচ), ময়দা (১ চা চামচ), হলুদ বাটা (আধ চা চামচ)
পদ্ধতি- প্রথমে হলুদের টুকরো বেটে নিন। এবার আলুর খোসা ছাড়িয়ে নিন। টমেটো কেটে নিন। এবার মিক্সিতে আলু, টমেটো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছাঁকনিতে ফেলে তা চিপে রস বের করুন। এবার সেই রসের সঙ্গে মেশান পাতিলেবুর রস। মিশ্রণটিতে দিন ময়দা ও বেসন। ভালো করে মেশান। দিন হলুদ বাটা। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। চটজলদি মুখে আসবে জেল্লা।
কারও তৈলাক্ত ত্বক, কারও ত্বক রুক্ষ্ম তো কারও কম্বিনেশন স্কিন। সকলের ত্বক ভিন্ন। সে কারণে সকলের ত্বকের সমস্যাও ভিন্ন। এদিকে গরমের সময় ট্যান, ব্রণ থেকে শুরু করে কালো প্যাচের মতো সমস্যা চলতেই থাকে। অধিকাংশের মতে, গরমের সময় সুন্দর দেখানো কঠিন কাজ। তারা এই প্যাক ব্যবহার করুন। এতে মিলবে উপকার। কিংবা হলুদের প্যাক লাগাতে পারেন। হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি বায়োটির উপাদান। হলুদের টুকরো বেটে নিন। এবার তাতে সামান্য দুধ মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। কিংবা হলুদের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক বানান। গরমে, নিমপাতা ত্বকের জন্য বেশ উপযুক্ত। অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান আছে নিমপাতায়। ত্বক ডিটক্সিফাই করার কাজে ব্যবহার করতে পারেন নিমপাতা। নিমপাতা বেটে নিন। এতে মেশান সামান্য পাতিলেবুর রস। তা মুখে লাগান। এভাবে ত্বকের যত্নে একাধিক প্যাক ব্যবহার করতে পারেন। এতে দূর হবে ত্বকের সমস্যা। তবে, চটজলদি জেল্লা পেতে বাড়িতেই তৈরি করুন ঘরোয়া ব্লিচ। সহজ এই পদ্ধত মেনে তৈরি করুন ব্লিচ। এতে মিলবে উপকার।
আরও পড়ুন
করোলার সঙ্গে ভুলেও খাবেন না এমন খাবার, বাড়তে পারে শারীরিক জটিলতা, দেখে নিন কী কী
রইল গরমে সুস্থ থাকার পাঁচটি উপায়, খাবার খাওয়ার সময় এই নিয়ম মেনে চললে শারীরিক থাকবে সুস্থ
Hair Fall: রইল বিশেষ তেলের হদিশ, একবার ব্যবহারে বন্ধ হবে চুল পড়ার সমস্যা, দেখে নিন কীভাবে বানাবেন