Skin Care: গরমে মুখে চুলকানির সমস্যা দূর হবে এই উপায়, জেনে নিন কী করবেন

Published : Apr 18, 2023, 05:15 AM IST
skin care

সংক্ষিপ্ত

গরমের সময় ঘামের কারণে অধিকাংশের মুখে চুলকানি অনুভূত হয়। রইল এই সমস্যা থেকে মুক্তির উপায়। যারা এরকম ত্বকের চুলকানির সমস্যায় ভুগছেন কারা নিয়মিত ব্যবহার করুন এই কয়টি প্যাক।

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকলের। এদিকে সকলের ত্বকের ধরন ভিন্ন। কারও তৈলাক্ত ত্বক, কারও ত্বক রুক্ষ্ম তো কারও কম্বিনেশন স্কিন। সকলের ত্বক ভিন্ন। সে কারণে সকলের ত্বকের সমস্যাও ভিন্ন। এদিকে গরমের সময় ট্যান, ব্রণ থেকে শুরু করে কালো প্যাচের মতো সমস্যা চলতেই থাকে। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কেউ মেনে চলেন ঘরোয়া টোটকা তো কেউ ব্যবহার করেন বজার চলতি পণ্য। আর রইল গরমে ত্বকের যত্নের টিপস। গরমের সময় ঘামের কারণে অধিকাংশের মুখে চুলকানি অনুভূত হয়। রইল এই সমস্যা থেকে মুক্তির উপায়। যারা এরকম ত্বকের চুলকানির সমস্যায় ভুগছেন কারা নিয়মিত ব্যবহার করুন এই কয়টি প্যাক। এতে মিলবে উপকার।

নিমপাতার প্যাক ব্যবহার করতে পারেন। গরমের সময় ত্বকে নানান সংক্রমণ দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিমপাতার প্যাক লাগান। নিমপাতা বেটে নিন। এবার তাতে সামান্য পরিমাণ হলুদ বাটা মেশান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

চন্দনের প্যাক লাগাতে পারেন। সাদা চন্দন বেটে নিন। তার সঙ্গে মেশান সামান্য গোলাপ জল। কিংবা বাজার থেকে কিনতে পারেন চন্দন গুঁড়ো। এর সঙ্গে গোলাপ জল মেশালেও মিলহে উপকার।

শসা ও হলুদ দিয়ে প্যাক বানান। চুলকানির সমস্যা দূর করতে এটি বেশ উপকার। শসা ভালো করে কেটে তার থেকে রস বের করে নিন। এবার হলুদের টুকরো বেটে নিন। ব্লেন্ড করে রাখা শসার সঙ্গে মেশান হলুদ। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে নিন। মিলবে উপকার।

হলুদ ও ওটস দিয়ে বানান ফেসপ্যাক। ওটস ভালো করে ব্লেন্ড করে নিন। মিহি করে নেবেন। এবার হলুদের টুকরো বেটে নিন। ব্লেন্ড করে রাখা ওটসের সঙ্গে মেশান হলুদ বাটা। সামান্য জল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে নিন। মিলবে উপকার।

শসা ও টমেটোর প্যাকের ব্যবহারেও মিলবে উপকার। শসা ভালো করে কেটে নিন। তেমনই টমেটো টুকরো করে নিন। শসা ও টমেটো একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার সের রস আলাগা করুন। তুলোয় করে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। ত্বক ঠান্ডা রাখতে, ট্যান দূর করতে ও চুলকানির সমস্যা দূর করতে বেশ উপকারী এই প্যাক।

 

আরও পড়ুন

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর নতুন মুখ, আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রখ্যাত অভিনেত্রী ইশা

সতর্ক থাকুন, করোনা ভ্যাকসিনের প্রভাব কমাচ্ছে বায়ু দূষণ, জানিয়েছেন গবেষকরা

গরমে ঘামাচির সমস্যায় নাজেহাল, তাহলে এই ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করে দেখুন দুদিনেই আরাম পাবেন

PREV
click me!

Recommended Stories

ক্রিসমাস ২০২৫-এর ড্রেসিং করে তুলুন পারফেক্ট, পরুন মিনিম্যাল জুয়েলারি
Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন