অলিভ অয়েল, লেবুর রস ও নারকেল দুধ দিয়ে বানান প্যাক। একটি পাত্রে নারকেল দুধ নিন। তাতে মেশান লেবুর রস ও মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে নিন। এবার তা চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এটি কন্ডিশনারের কাজ করবে। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।