কনুই ও আন্ডার আর্মের দাগ দূর করার সঙ্গে ত্বক ময়েশ্চরাইজ করুন, রইল বিশেষ টোটকা

সমস্যা সমাধানের জন্য বাজার চলতি নানান প্রোডাক্ট ব্যবহার করেন অনেকেই। এতে সমস্যা থেকে সাময়িক মুক্তি পেলেও পুরো পুরি সমাধান হওয়া কঠিন। এবার কনুই ও আন্ডার আর্মের দাগ দূর করতে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর।

কনুইয়ের কালো দাগ কিংবা আন্ডার আর্মের দাগ সব সময়ই সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। ত্বকে এমন দাগ থাকার কারণে অনেকেই স্লিভলেস জামা পরতে পারেন না। সমস্যা সমাধানের জন্য বাজার চলতি নানান প্রোডাক্ট ব্যবহার করেন অনেকেই। এতে সমস্যা থেকে সাময়িক মুক্তি পেলেও পুরো পুরি সমাধান হওয়া কঠিন। এবার কনুই ও আন্ডার আর্মের দাগ দূর করতে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর।

আলু ব্যবহার করতে পারেন। এতে আছে ভিটামিন এ, বি ও সি। আলু পেস্ট করে নিন। তা কনুই ও আন্ডার আর্মের লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিন। মিলবে উপকার। এতে ত্বক নরমও হবে।

Latest Videos

বেকিং সোডা ব্যবহার করতে পারেন। কনুই ও আন্ডার আর্মে লাগান। একটি পাত্রে বেকিং সোডা নিয়ে তাত সঙ্গে দুধ বা জল মেশান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। দাগ দূর হওয়ার সঙ্গে ত্বক নরম হবে। বেকিং সোডার সঙ্গে দুধ মেশালে ত্বক নরম হবে। মেনে চলুন এই বিশেষ টিপস।

শসার গুণে কনুই ও আন্ডার আর্মের দাগ থেকে মুক্তি পেতে পারেন। শসা বেটে ব্লেন্ড করে নিন। এবার তাতে মেশান হলুদ বাটা। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। দাগ দূর হওয়ার সঙ্গে ত্বক নরম হবে। টানা এক মাস ব্যবহারে পুরোপুরি দূর হবে ত্বকের এমন জটিলতা।

অ্যাপেল সিডার ভিনিগারের সাহায্যে ত্বকের সমস্যা সমাধান করুন। একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে সম পরিমাণ জল মিশিয়ে নিন। এবার তুলোয় করে তা দাগের ওপর লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

পাতিলেবুর গুণে দূর হবে কনুই ও আন্ডার আর্মের কালো দাগ। এই শীতের মরশুমে দাগ দূর করার সঙ্গে ত্বকে আনুন নরম ভাব। একটি পাত্রে পাতিলেবুর রস নিন। তাতে মেশান পরিমাণ মতো মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি কনুই ও আন্ডার আর্মের কালো দাগের ওপর লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে ত্বক হবে উজ্জ্বল। সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন। টানা এক মাস ব্যবহারে দূর হবে ত্বকের এমন জটিলতা। এবার ত্বকের সমস্যা সমাধানে মেনে চলুন ঘরোয়া টোটকা। ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এর গুণে।

 

আরও পড়ুন- দিনের এই সময়টাই সহবাসের সেরা সময়, সঙ্গমের আগে জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

আরও পড়ুন- শীত পড়ার আগেই শুরু হয়ে গিয়েছে শুকনো কাশির সমস্যা? সমাধানে রইল বিশেষ টোটকা

আরও পড়ুন- পুজোর মরশুম শেষ হতেই চড়চড়িয়ে বাড়ল সোনার দাম, দর হাকাচ্ছে রূপো, জানুন কলকাতার দর

 

Share this article
click me!

Latest Videos

দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News