চুলের সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা ঠিক করা কঠিন কাজ। কেউ দামি পণ্য ব্যবহার করে তো কেউ আবার ঘরোয়া টোটকা মেনে চলেন। এবার চুলের সমস্যা দূর করতে তুলসী পাতা ব্যবহার করুন। খুশকি থেকে রুক্ষ্ম চুল কিংবা চুল পড়ার সমস্যা দূর হবে মুহূর্তে। জেনে নিন কীভাবে।
তুলসী পাতা ও মধু
প্রথমে বেশ কয়েকটি তুলসী পাতা নিয়ে তা মিক্সিতে বেটে নিন। কম করে ১০ থেকে ১২টি পাতা নেবেন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। তুলের জন্য বেশ উপকারী এই প্যাক।
তুলসী পাতা ও নারকেল দুধ
১০ থেকে ১২টি তুলসী পাতা নিন। ভালো করে ধুয়ে তা বেটে নিন। এবার তাতে মেশান নারকেল দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহারে মিলবে উপকার।
তুলসী পাতা ও নারকেল তেল
প্রথমে তুলসী পাতা দিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার তাতে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্যাক ব্যবহার করতে পারেন।
শীতে চুল ভালো থাকবে তুলসী পাতার গুণে। ব্যবহার করতে পারেন এই সকল প্যাকের মধ্যে একটি।