শীত মানে চুলের হাজারটা সমস্যা। এই সময় খুশকির সমস্যায় ভোগেন কম-বেশি সকলে। সমস্যা থেকে মুক্তি মিলবে কী করে তা ঠিক করা কঠিন হয়ে দাঁড়ায়। তেমনই এই সময় দেখা দেয় রুক্ষ্ম চুলের সমস্যা। শীতের সময় খুশকি থেকে চুল পড়ার সমস্যা দূর হবে হলুদের গুণে, রইল বিশেষ হেয়ার প্যাকের হদিশ।
হলুদ ও টক দই
প্রথমে হলুদের টুকরো নিয়ে বেটে নিন। এবার একটি পাত্রে সেই হলুদ বাটা নিয়ে তার সঙ্গে মেশান টক দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মাথার স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
হলুদ ও নারকেল তেল
হলুদ দিয়ে বানাতে পারেন তেল। হলুদের টুকরো নিয়ে বেটে নিন। এবার একটি পাত্রে সেই হলুদ বাটা নিয়ে তার সঙ্গে নারকেল তেল মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এই তেল দিয়ে মাথায় ম্যাসাজ করুন। ২০ মিনিট পরে শ্যাম্পু করে নিন।
হলুদ জল
একটি পাত্রে জল নিন। তাতে মেশান হলুদের টুকরো। তা ফুটিয়ে নিন। এবার তা তুলোয় করে স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
হলুদের শ্যাম্পু
প্রথমে হলুদ বেটে নিন। তা আপনার ব্যবহৃত শ্য়াম্পুর সঙ্গে মিশিয়ে নিন। এবার তা দিয়ে শ্যাম্পু করলে পাবেন উপকার। সপ্তাহে অন্তত ১ বার এই শ্যাম্পু করুন।