এই একটা মাত্র ফলের দু একবার ব্যবহারেই বন্ধ হবে চুল পড়ার সমস্যা, জেনে নিন কী করবেন

কেউ ব্যবহার করেন ঘরোয়া প্যাক তো কেউ ব্যবহার করেন নিত্য নতুন প্যাক। তা সত্ত্বেও সহজে বন্ধ হয় তা চুল পড়ার সমস্যা।

চুল পড়ার সমস্যা প্রায় প্রতিটি মেয়েরই থাকে। চুল নিয়ে নানান সমস্যা লেগে থাকে। চুল পড়া, খুশকি থেকে রুক্ষ্ম চুলের সমস্যায় ভুগে থাকেন অনেকে। চুলের এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করেন নানা রকম তেল। কেউ ব্যবহার করেন ঘরোয়া প্যাক তো কেউ ব্যবহার করেন নিত্য নতুন প্যাক। তা সত্ত্বেও সহজে বন্ধ হয় তা চুল পড়ার সমস্যা।

একটা মাত্র ফলের সাহায্যে বন্ধ করতে পারেন চুল পড়ার সমস্যা। আপেল একটি স্বাস্থ্যকর ফল যাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, দ্রবণীয় ফাইবার। এইভাবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক সুবিধা প্রদান করে। কিন্তু আমরা অনেকেই জানি না যে আপেল আমাদের ত্বকের জন্যও অনেক উপকারী, তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপেলের হেয়ার প্যাক। আপেল আমাদের চুলের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে। আপেলের হেয়ার প্যাক ব্যবহার করে আমরা চুল পড়ার সমস্যা কাটিয়ে উঠতে পারি। শুধু তাই নয়, এটি আমাদের চুলের বৃদ্ধিকেও উৎসাহিত করে, তাই আসুন জেনে নেই কীভাবে করবেন আপেলের হেয়ার প্যাক…

Latest Videos

আপেল হেয়ার প্যাকের জন্য উপকরণ

>> আপেল

>> একটি ডিমের কুসুম

>> মেয়োনিজ ১ টেবিল চামচ

আপেল হেয়ার প্যাক কিভাবে করবেন?

>> আপেলের হেয়ার প্যাক তৈরি করতে প্রথমে একটি আপেল নিন।

>> তারপর আপেলের খোসা ছাড়িয়ে বীজ বের করে নিন।

>> এর পর ব্লেন্ডারে আপেলটি ভালো করে ব্লেন্ড করে নিন।

>> তারপর আপনি আপেল পিউরিতে একটি ডিমের কুসুম এবং ১ টেবিল চামচ মেয়োনিজ মিশিয়ে নিন।

>> এবার এই সব উপকরণ ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।

>> আপনার আপেল হেয়ার প্যাক রেডি।

কিভাবে আপেল হেয়ার প্যাক ব্যবহার করবেন?

>> চুলের গোড়া ও প্রান্তে আপেলের হেয়ার প্যাক লাগান।

>> তারপর তৈরি হেয়ার প্যাকটি চুলে প্রায় ৩০ মিনিট রেখে দিন।

>> তারপর আপনি একটি হালকা শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন।

এরই সঙ্গে সঠিক উপায়ে চুলের যত্ন নিন। আপনার চুলের উপযুক্ত পণ্য ব্যবহার করুন। যতটা পারবেন কম চুলে কেমিক্যাল প্রয়োগ করুন এতে মিলবে উপকার। সঙ্গে ব্যবহার করতে পারেন ঘরোয়া উপাদানে তৈরি হেয়ার প্যাক। এতে মিলবে উপকার। এবার থেকে এই উপায় চুলের যত্ন নিন। চুল হবে সুন্দর। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। চুল ভালো রাখুন এই উপায়। দ্রুত মিলবে উপকার।

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari