সামনেই বিয়ে অথচ কিছুতেই কমছে না বাড়তি মেদ, কনের সাজে নজর কাড়তে ফলো করুন এই প্রি ওয়েডিং ডায়েট

Published : Nov 21, 2023, 02:54 PM IST
diabetes diet

সংক্ষিপ্ত

এখন থেকেই মেনে চলুন বিশেষ এই ডায়েট প্ল্যান আর বিয়ের সাজে হয়ে উঠুন অনন্যা। জেনে নেওয়া সহজ অথচ কার্যকর ডায়েট প্ল্যানগুলি।

Pre Wedding Diet Plan: বিয়ের আয়োজন শুরু মানেই নিজেকে কীভাবে সাজিয়ে তুলবেন এই নিয়েও শুরু হয়ে যায় পরিকল্পনা। তাই বিশেষ এই দিনে সকলের নজর কাড়তে প্রস্তুতি নেওয়া শুরু করুন একটু আগে থেকেই। এখন থেকেই মেনে চলুন বিশেষ এই ডায়েট প্ল্যান আর বিয়ের সাজে হয়ে উঠুন অনন্যা। জেনে নেওয়া সহজ অথচ কার্যকর ডায়েট প্ল্যানগুলি।

অ্যান্টিঅক্সিডেন্ট-এর প্রধান উৎস গ্রীন টি। তাই সকালে ও বিকেলে দুবেলা গ্রীন পান করুন। প্রতিদিনের খাদ্য তালিকায় পাতে রাখুন ওমেগা-৩ সমৃদ্ধ সামুদ্রিক মাছ ও ড্রাই ফ্রুটস। এগুলি ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এর সঙ্গে খাদ্য তালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার।

শরীরের পুষ্টি জোগাতে ও দ্রুত ওজন কমাতে সকালে হালকা জল খাবারের সঙ্গে রাখুন অঙ্কুরিত ছোলা, ভেজানো মুগ ডাল, কাঁচা বাদাম। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ও প্রচুর পরিমানে ফাইবার। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে গাজর, বিট, পালং, আদা ও লেবুর রস দিয়ে স্মুদি তৈরি করে তা দিনে একবার পান করুন। যখন তখন খিদে পেলেই ভারী বা মশলা জাতীয় খাবার না খেয়ে পাতে রাখুন ফ্লাক্স, চিয়া, কুমড়ো বীজের শষ্য। এগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার।

কমলালেবু, পেয়ারা, মুসম্বি, আমলকি-তে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি। সেই সঙ্গে অবশ্যই রাখুন আয়রন জাতীয় খাদ্য। আলু, পালং শাক, ব্রকোলি, রাজমা এই জাতীয় খাদ্য রক্তে আয়রনের পরিমান বৃদ্ধি পায়। এর পাশাপাশি এই শষ্যদানাগুলিতে রয়েছে মোনোস্যাচুরেটেড ফ্যাটস, মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের লিঙ্কে-

PREV
click me!

Recommended Stories

ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফেরাতে কফির কিছু ঘরোয়া টিপস জানুন
শীতের দিনে চুলে শ্যাম্পু করলে রুক্ষতা না করলে খুশকির সমস্যা, করুন কয়েকটি ঘরোয়া উপায়