অ্যারেঞ্জ ম্যারেজের প্রথম রাত, কয়েকটি কাজ ভুলেও করবেন না

Published : Mar 28, 2022, 08:57 PM IST
অ্যারেঞ্জ ম্যারেজের প্রথম রাত, কয়েকটি কাজ ভুলেও করবেন না

সংক্ষিপ্ত

আপনার জীবনের এই বিশেষ দিনটিতে কোনও পুরনো তিক্ত সম্পর্কের কথা শেয়ার করবেন না যাতে বিয়ের প্রথম রাত যেন কোনওভাবেই নষ্ট না হয়| প্রথম কাছে আসার মুহুর্তকে স্মরণীয় করে তুলুন, এমন কোনও তিক্ত মন্তব্য বা আলপটকা মন্তব্য করবেন না যাতে মিষ্টি মুহুর্তের ছন্দপতন হয়|  

বিয়ের পর প্রথম রাত...প্রথমবার কাছে আসা...একটু উষ্ণতার ছোঁয়া...প্রেমের জোয়ারে গা ভাসানোর আবেগের মুহুর্তে কিন্তু কয়েকটি কাজ করা একেবারেই উচিত নয়| বলে রাখা ভাল এতগুলো বাক্যব্যায় কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ প্রসঙ্গে বলা...আসুন তাহলে জেনে নেওয়া যাক সম্বন্ধ করে বিয়ের দিনের প্রথম রাত অর্থাৎ ফুলসজ্জার রাতে কী করা উচিত নয় সেটা জানা কিন্তু খুবই জরুরি|

সম্বন্ধ করে বিয়ে করলে অল্প সময়ের মধ্যে মানুষটাকে সম্পূর্ণ চেনা হয়ে ওঠে না। তাই মনের মানুষকে চেনার জন্য বিয়ের প্রথম রাতই কিন্তু প্রথম সিঁড়ি সে কথা বলার অপেক্ষা রাখে না| ফুলসজ্জার খাটে সুন্দর সুরভীর মাঝে  যখন একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবেন তখন দুজন দুজনের সকল প্রশ্ন সেরে ফেলুন|   তবে সেক্ষেত্রে কয়েকটি বিষয় সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন|

আপনার জীবনের এই বিশেষ দিনটিতে কোনও পুরনো তিক্ত সম্পর্কের কথা শেয়ার করবেন না যাতে বিয়ের প্রথম রাত যেন কোনওভাবেই নষ্ট না হয়| প্রথম কাছে আসার মুহুর্তকে স্মরণীয় করে তুলুন, এমন কোনও তিক্ত মন্তব্য বা আলপটকা মন্তব্য করবেন না যাতে মিষ্টি মুহুর্তের ছন্দপতন হয়| অচেনা মানুষের সঙ্গে ঘনিষ্ট হতে হয়তো একটু সমস্যা হবে| তা বলে কিন্তু কারেন্টের সখ খাওয়ার মত একে অপরের থেকে দূরে চলে যাবেন না| বরং পাশাপাশি বসে হাতে হাত রেখে কাঁধে মাথা রেখে গল্প করুন, মনের কথা শেয়ার করুন, দেখবেন নিজেদের অজান্তেই প্রেমের সাগরে ভেসে যাবেন|

আপনার জীবনে যখন এই বিশেষ রাতের আগমন ঘটবে আপনিও কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন যাতে বিয়ের প্রথম রাতের গল্প একেবারে জমে ওঠে|

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি
কেন ঘড়ি মানেই বাঁ হাত? উত্তর লুকিয়ে আছে শরীরের স্বভাব আর শত বছরের ইতিহাসে