আদা সংরক্ষণ করতে মেনে চলুন এই বিশেষ পদ্ধতি, এতে দীর্ঘদিন টাটকা থাকবে আদা

আদা সংরক্ষণ করতে মেনে চলুন এই বিশেষ পদ্ধতি, এতে দীর্ঘদিন টাটকা থাকবে আদা

Published : Dec 27, 2022, 05:20 PM IST

রইল আদা সংরক্ষণের বিশেষ উপায়ের হদিশ। এবার থেকে এই বিশেষ উপায় মেনে আদা সংরক্ষণ করুন, জেনে নিন কী করবেন।

খোসা সমেত গোটা আদা সংরক্ষণ করতে চাইলে তা ফ্রিজে রেখে দিতে পারেন | আদা দীর্ঘদিন সতেজ রাখতে চাইলে তা কোনও বায়ুরোধক কৌটো বা প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন। খোলা ছাড়ানো হয়ে গেলে তা সংরক্ষণ করা কঠিন। এক্ষেত্রে, খোসা ছাড়ানোর পর আটা টুকরো করে কেটে নিন। এবার আদার টুকরো প্লাস্টিকের ব্যাগে ভরে নিন। আদা বাটার পর তা সংরক্ষণ করতে মেনে চলুন বিশেষ নিয়ম। বাটার পর সেই আদা এয়ার টাইট কন্টেনারে ভরে নিন। খেয়াল রাখবেন যেন সঠিক ভাবে বন্ধ থাকে। এই কন্টেনার ফ্রিজে রেখে দিন। দীর্ঘদিন আদা ঠিক থাকবে। তেমনই কাগজের ব্যাগে আদা রাখতে পারেন। দোকান থেকে কেনার পর কাগজের ব্যাগ কিংবা তোলায়ে মুড়ে আদা রেখে দিন। দীর্ঘক্ষণ তা ঠিক থাকবে। 

21:31এই শীতে শরীর গরম রাখবেন কী খেয়ে? দারুণ সহজ টিপস দিচ্ছেন ডায়েটিশিয়ান
23:39শীতের শুরুতেই ঠাণ্ডা লেগে নাজেহাল? সঠিক ডায়েট করবে ম্যাজিক! সুস্থ হতে লাগবে না ওষুধও
20:10নো টু জাঙ্ক ফুড! পাতে থাকুক Healthy অথচ Tasty খাবার, কী খাবেন? দেখুন
21:31Acidity Problem : পুজোর দেদার খাওয়া দাওয়ার পর কী করে আটকাবেন অ্যাসিডিটি! রইল টিপস
18:00পুজোর ক'দিন বাইরে দেদার খেয়েও থাকুন চাঙ্গা, পুজো দেখতে গেলে কী কী খাবেন না? টিপস জেনে নিন
16:43শরীর থেকে একটানে বের হবে সব ময়লা! ডিটক্সিফিকেশন করবে কামাল! রইল দুর্দান্ত টিপস
17:22Hair Fall : চুল ঝরবে কম, গজাবে নতুন চুল, কয়েকটা টিপসে পুজোর আগেই ম্যাজিক! দেখুন
28:15Breakfast : ব্রেকফাস্টেই লুকিয়ে চাঙ্গা থাকার চাবিকাঠি! সুস্থ থাকার এই সহজ টিপসটা জানতেন?
03:34Durga Puja Special Food: পুজোর ভুড়িভোজ জমে উঠুক গঙ্গায় ভাসমান রেস্তোরাঁ পোলো ফ্লোটেলে
01:19Mango: নিয়মিত আম খেলে দূর হবে ত্বকের এই চার সমস্যা, জেনে নিন আম ত্বকের জন্য কতটা উপকারী