বাড়তি মেদ কমবে এক সপ্তাহে, দিন শুরু করুন এই বিশেষ পানীয় দিয়ে, জেনে নিন কী কী

বাড়তি মেদ কমাতে চান? রোজ সকালে এই বিশেষ পানীয়গুলি পান করলে এক সপ্তাহেই পেতে পারেন আশ্চর্যজনক ফলাফল। লেবু-মধু, মেথি-জিরে, কফি-লেবু, জোয়ান, আমলকি, হলুদ দুধ এবং মেথি জলের মতো উপাদানের সাহায্যে মেদ ঝরানোর সহজ টিপস।

বাড়তি মেদ নিয়ে সকলেই থাকেন চিন্তিত। মেদ কমাতে কী করবেন তা ঠিক করা কঠিন হয়ে দাঁড়ায়। আজ রইল বিশেষ এবং সহজ টিপস। রোজ সকালে দিন শুরু করুন এই বিশেষ পানীয় দিয়ে। বাড়তি মেদ কমবে এক সপ্তাহে। জেনে নিন কী কী।

লেবু ও মধুর জল

Latest Videos

গ্লাসে গরম জল নিন। তাতে পাতিলেবুর রস মেশান। এবার মেশান মধু। রোজ খালি পেটে ঈষদুষ্ণ এই জল পানে মিলবে উপকার।

মেথি ও জিরে

রাত্রে একটি গ্লাসে জল নিন। তাতে মেথি ও জিরে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা ফুটিয়ে নিন। এবার ছেঁকে নিন। সাত দিনে ফারাক বুঝবেন।

কফি ও পাতিলেবু

একটি গ্লাসে ব্ল্যাক কফি নিন। তাতে দিন গরম জল। এবার মেশান পাতিলেবুর রস। রোজ খালি পেটে এই পানীয় পানে মিলবে উপকার।

জোয়ানের জল

এক কাপ জল নিন। তাতে পরিমাণ মতো জোয়ান দিন। এবার ফুটিয়ে নিন। হয়ে গেলে ছেঁকে গ্লাসে ঢালুন। এবার তা পান করুন। এতে মিলবে উপকার। 

আমলকির জুস

আমকলকি কেটে বীজ বের করে নিন। তা মিক্সিতে দিন। পরিমাণ মতো জল দিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে নিয়ে গ্লাসে ঢালুন। তা পান করুন। এতে বাড়তি মেদ কমবে এক সপ্তাহে, দিন শুরু করুন এই বিশেষ পানীয় দিয়ে

হলুদ দুধ

নিয়ম করে খেতে পারেন হলুদ দুধ। গ্লাসে দুধ নিন। তাতে মেশান বেটে রাখা হলুদ। সেই পানীয় নিয়মিত পান করুন। এতে যেমন কমবে মেদ তেমনই দ্রুত শরীর হবে সুস্থ। 

মেথি জল

এক কাপ জল নিন। তাতে পরিমাণ মতো মেথি দিন। এবার ফুটিয়ে নিন। হয়ে গেলে ছেঁকে গ্লাসে ঢালুন। এবার তা পান করুন। এতে দ্রুত কমবে বাড়তি মেদ। 

এহবার বাড়তি মেদ কমবে এক সপ্তাহে। দিন শুরু করুন এই বিশেষ পানীয় দিয়ে।

Share this article
click me!

Latest Videos

'আমরা কাগজ ছিঁড়েছি, মমতা নিজে বিধানসভায় ভাঙচুর করেছিল' ঝড় তুললেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP
Malda News Today: দ্বিতীয় বিয়ের বিরোধিতা করায় ছেলের সঙ্গে এইরকম করলো বাবা! চাঞ্চল্য গোটা এলাকায়
Suvendu Adhikari : "এখানে মুসলিম লীগ ২ সরকার চলছে", মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী
বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর ক্যানিংয়ে, অভিযোগের তীর শওকত মোল্লার বাহিনীর বিরুদ্ধে | Canning News
Nadia Latest News Today: ১ লাখ টাকা না আনতেই এইরকম পরিণতি! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন