Oral Health News: মুখের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে এভাবে করুন ব্রাশ, দিনভর ফ্রেস থাকবেন কীভাবে জানুন

Published : Apr 06, 2025, 06:02 PM IST
tooth brush

সংক্ষিপ্ত

Health Tips: 'কথায় বলে স্বাস্থ্যই সম্পদ'। স্বাস্থ্য ভালো যার সব ভালো তাঁর। আর আজকের যুগে দাঁড়িয়ে এই প্রবাদ বাক্যটি যে কতখানি সত্যি তা বেশ বুঝতে পারছেন সকলেই। তবে শুধু স্বাস্থ্য ভালো রাখলেই চলবে না। শরীর স্বাস্থ্যের পাশাপাশি আরও একটি জিনিসের নিয়মিত যত

Health Tips: 'কথায় বলে স্বাস্থ্যই সম্পদ'। স্বাস্থ্য ভালো যার সব ভালো তাঁর। আর আজকের যুগে দাঁড়িয়ে এই প্রবাদ বাক্যটি যে কতখানি সত্যি তা বেশ বুঝতে পারছেন সকলেই। তবে শুধু স্বাস্থ্য ভালো রাখলেই চলবে না। শরীর স্বাস্থ্যের পাশাপাশি আরও একটি জিনিসের নিয়মিত যত্ন করা উচিত। আর তা হল আমাদের দাঁত।

খারাপ পরিস্থিতি হোক বা অন্য কোনও সময়। একটুকরো হাসি দিয়ে সবকিছু ঠিকঠাক করে দিতে দাঁতের অবদান অনেকখানি। কারণ, যেকোনও মানুষের মিষ্টি মুখের রহস্য লুকিয়ে থাকে এই দাঁতের মধ্যেই। এক টুকরো হাসি যেমন সব ব্যথা দুঃখ ভুলিয়ে দিতে পারে তেমনই সময় থাকতে দাঁতের মর্ম না বুঝলে অকালে দাঁত পড়ে গিয়ে আপনার মুখের শ্রীটাই নষ্ট করে দিতে পারে। দিনে অন্তত কমপক্ষে দু বার ব্রাশ করা উচিত। দাঁতের মাড়ি সুস্থ ও মজবুত রাখতে প্রতিদিন দাঁত ব্রাশ করার পাশাপাশি আরও কিছু টিপস মেনে চললে আশিতেও আপনার দাঁত থাকবে ঝলমলে এবং সুন্দর।

তাহলে আসুন একটু জেনে নিই কেন দিনে দুবার দাঁত ব্রাশ করা জরুরি?

1. বিশুদ্ধ শ্বাস-প্রশ্বাস গ্রহনে দিনে দুবার দাঁত ব্রাশ করা জরুরি। কারণ, সকালে ঘুম থেকে ওঠার পর অথবা রাতে শোওয়ার আগে নিয়মিত ব্রাশ না করলে মুখে নানারকম ব্যাকটেরিয়া, জীবাণু বাসা বাঁধবে। এছাড়াও মুখে দুর্গন্ধ হবে যা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও হিতকারক নয়।

2. মাড়ির রোগ প্রতিরোধে ব্রাশ করা জরুরি। ঠিকমতো ব্রাশ না করলে মাড়ি আলগা হয়ে যেতে পারে, ফুলে উঠতে পারে বা মাড়ি থেকে রক্তপাত হওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে।

3. দাঁতের কোনও দাগছোপ পরিস্কার করতে দিনে দুবার দাঁত ব্রাশ করা জরুরি। এতে ধীরে ধীরে দাঁতের মধ্যে তৈরি হওয়া দাগ গুলি হালকা হতে,থাকে এবং পরে তা পুরোপুরি উঠে যায়।

4. সারাদিনে আমাদের মুখের ভিতর কমবেশি লালারস উৎপন্ন হয়। তবে ঘুমানোর সময় তা তুলনামূলক ভাবে কম উৎপাদিত হয়। আর যেহেতু লালারস দাঁতের বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি দেয় তাই মুখে বেশি পরিমাণে লালা তৈরি না হলে আপনার তার জন্য দিনে দুবার ভালো করে দাঁত ব্রাশ করা দরকার।

5. সামগ্রিক ভাবে মুখের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি হার্টের রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে হলে আজ থেকেই দিনে দু বার ব্রাশ করা শুরু করুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ঘুমের শান্তি হারাচ্ছেন অ্যালার্মে? আওয়াজে ঘুম ভাঙায় বাড়ছে স্ট্রেস ও হৃদরোগের সম্ভাবনা
হলিডে ডিপ্রেশন কী? কীভাবে বুঝবেন আপনি এতে আক্রান্ত! জেনে নিন বাঁচার ৭টি সহজ উপায়