কীভাবে ঝড়বে শরীরের অতিরিক্ত মেদ? বিশেষজ্ঞরা বলছেন তীব্র ঝাঁঝালো গন্ধের রসুনেই তলপেটের তলার মেদ ঝড়ানো সম্ভব।
পরিবর্তীত জীবনধারায় শরীরে মেদ জমার প্রবনতা ক্রমশ বেড়ে চলেছে। বিশেষত তলপেটে মেদ জমার সমস্যায় ভুগতে হয় অনেককে। অথচ এক্সারসাইজ করার সময় নেই মোটে। তবে সহজেই মেদ ঝড়ানোর উপায় রয়েছে আপনার হাতের নাগালেই। রান্নাঘরের সরঞ্জাম দিয়েই সহজেই শরীরের অবাঞ্ছিত মেদ ঝড়ানো সম্ভব। কিন্তু ঠিক কীভাবে ঝড়বে শরীরের অতিরিক্ত মেদ? বিশেষজ্ঞরা বলছেন তীব্র ঝাঁঝালো গন্ধের রসুনেই তলপেটের তলার মেদ ঝড়ানো সম্ভব।
কীভাবে রসুনের মাধ্যমে ওজন ঝড়ানো সম্ভব?
পুষ্টিবিদরা বলছেন, রসুনে প্রচুর পরিমাণে সালফার আছে। যা শরীর থেকে টক্সিন দূর করে হজমে এবং বাড়তি ওজন কমাতে সাহায্য করে। কাঁচা রসুন খাওয়া গেলে সব থেকে ভালো কাজ হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া রসুন মেটাবলিজম রেট বাড়াতে কার্যকর। ফলে সহজেই দেশের অপ্রয়োজনীয় মেদ ঝড়ে যায়।
ওজন কমানোর জন্য কীভাবে খেতে হবে রসুন?