বিদেশে নিষিদ্ধ হলেও ভারতের বাজারে রমরমিয়ে চলছে এই কয়টি পণ্য ও খাবার, জেনে নিন কী কী

Published : Apr 07, 2025, 05:24 PM IST
List of banned dishes 2024

সংক্ষিপ্ত

বহু পণ্য বিদেশে নিষিদ্ধ হলেও ভারতের বাজারে দিব্যি চলছে। কেচাপ, কিন্ডার জয় থেকে শুরু করে চ্যবনপ্রাশের মতো জিনিসও এর মধ্যে রয়েছে। কারণগুলি জানলে অবাক হবেন।

দৈনন্দিন জীবনে আমরা নানান পণ্য ব্যবহার করি। টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, পানীয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য সারা দিন আমরা ব্যবহার করে থাকি। কিন্তু, এমন অনেক পণ্য আছে যা বিদেশে নিষিদ্ধ হলেও ভারতের বাজারে রমরমিয়ে চলছে। এই সকল দ্রব্য শরীরের জন্য যে ক্ষতিকর তা আগেই জানা গিয়েছে। তা সত্ত্বেও রোজ স্বানন্দে আমরা গ্রহণ করছি এই সকল খাবার। তেমনই ব্যবহার করছি অন্য় দেশে নিষিদ্ধ হওয়া পণ্য। দেখে নিন তালিকায় কী কী আছে। 

কেচাপ- ফ্রান্সে স্কুল ও ক্যাফেটেরিয়ায় নিষিদ্ধ কেচাপ। কারণ এতে উচ্চ চিনি থাকে। যা শিশুদের শরীরে ক্ষতি করে। কিন্তু ভারতে পরোটা থেকে চাউমি সবের সঙ্গে সকলেই স্বানন্দে গ্রহণ করেন কেচাপ।

কিন্ডায় জয়- আমেরিকায় এই চকোলেট খেলনা নিষিদ্ধ। কারণ গলায় আটকে এই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতে এটি প্রতিটি মুদি দোকানে পাওয়া যায়। কোনও সতর্কতা ছাড়াই।

সিঙ্গারা- সোমালিয়ায় ২০১১ থেকে সিঙ্গারা নিষিদ্ধ সিঙ্গারা। তবে ভারতের বিভিন্ন রাজ্য এটি বিক্রি হয়। ভারতে এটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে জনপ্রিয়।

চ্যবনপ্রাশ- কানাডায় নিষিদ্ধ চ্যবনপ্রাশ। এতে সীস ও পারদের উচ্চ মাত্রা পাওয়া গিয়েছে। ভারতে শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি করতে অনেকেই চ্যবনপ্রাশ খেয়ে থাকেন।

চুইংগাম- সিঙ্গাপুরে একেবারে নিষিদ্ধ চুইংগাম। ভারতে এটি রমরমিয়ে বিক্রি হচ্ছে।

ডিসপ্রিন- আমেরিকা ও ইউরোপে চলছে ডিসপ্রিন। তবে, ভারতে মাথাব্যথার ওষুধ হিসেবে সব থেকে বেশি চলছে এই ওষুধ।

লাইফবয় সাবান- বর্তমানে অনেকের পছন্দের সাবানের তালিকায় আছে লাইফবয়। এই সাবান নাকি জীবণু থেকে রক্ষা করে আপনার ত্বককে। তবে জানেন কি ত্বকের জন্য ক্ষতিকর এই সাবান। এর থেকে ত্বকে অ্যালার্জি হতে পারে। তা সত্ত্বেও এ দেশে বিক্রি হচ্ছে এই সাবান।

মেনে চলুন এই সকল টটোকা। যতটা পারবেন এড়িয়ে চলুন এই সকল পণ্য। এতে মিলবে উপকার। জটিলতা থেকে বাঁচতে পরেন।

PREV
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী