শরীরে লাল তিল ভর্তি! বিপদের লক্ষণ নাকি স্বাভাবিক পরিবর্তন- এক ক্লিকে জেনে নিন

Published : Aug 12, 2025, 10:09 PM IST
Unlucky-moles-on-body

সংক্ষিপ্ত

কালো তিলের মতোই পিঠে, বুকে লাল তিলের আধিক্য চোখে পড়ছে। ক্যান্সারের মতো কোনো জটিল রোগের ইঙ্গিত নয় তো? আসুন জেনে নিই এ বিষয়ে চিকিৎসকেরা কী বলেন।

শরীরে কালো তিলের মতোই দৃশ্যমান লাল তিলও। অনেকেই একে নিয়ে কোনো ধরণের ক্যান্সার বা লিভারের কোনো সমস্যার ইঙ্গিত বলে আতঙ্কে থাকে। বিশেষ করে বয়স ৩০ পেরোনোর পর বুক, পিঠ, গলা, হাত ইত্যাদি জায়গায় এর আধিক্য দেখা যায়। গবেষণা বলে, ৩০ বছরের পর প্রায় ৫০% এবং ৫০ বছরের পর প্রায় ৭৫% মানুষের মধ্যে এই লাল তিল হতে দেখা যায়।

এই ছোটো ছোটো তিলের মতো লাল দাগগুলিকে চেরি অ্যাঞ্জিওমা (cherry angioma) বা সেনাইল অ্যাঞ্জিওমা বলে। এগুলির অন্য আরেকটি নাম হলো ক্যাম্পবেল ডি মরগান স্পট। অনেকেরই ধারণা শরীরে এই চেরি অ্যাঞ্জিওমা লিভারের সমস্যা বা ক্যান্সার জাতীয় রোগের প্রাথমিক লক্ষণ। আদৌ কথাটি সত্য কিনা, তা একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া এই উচিত হবে।

এশিয়ান হাসপাতাললের ডিরেক্টর ও হেড অফ গ্যাস্ট্রোএন্টেরোলজি ডঃ অমিত মিগলানি এবিষয়ে মন্তব্য রেখেছেন। তিনি জানান, এই চেরি অ্যাঞ্জিওমা আসলে ত্বকের কাছাকাছি থাকা ক্ষুদ্র রক্তনালি একত্রিত হয়ে এমন লাল দাগ তৈরী করে, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর সংখ্যাও বাড়তে থাকে। আবার গর্ভবস্থায় হরমোনের তারতম্যের কারণেও এর অধিক্য দেখা দিতে পারে। এছাড়া, পরিবারের মধ্যে এই লাল তিল থাকলে আপনারও হওয়ার সম্ভাবনা থাকবে।

এই লাল তিল থেকে কোনো ধরণের বিপদের আশঙ্কা আছে কী?

শরীরে লাল তিল নিয়ে অনেকেই উদাসীন, আবার অনেকের মধ্যেই ভুল ধারণা আছে বিপদের আশঙ্কা নিয়ে। কিন্তু এই চেরি অ্যাঞ্জিওমা আসলে বিনাইন বা বেনাইন, অর্থাৎ, কোনো ধরনেরই ক্যান্সারের সাথে এর কোনো সম্পর্ক নেই। এমনকি লিভারের কোনো সমস্যার সাথেও এর সম্পর্ক নেই বলে জানাচ্ছেন চিকিৎসক।

কোনো রোগের ইঙ্গিতের সাথেই লাল তিলের কোনো সম্পর্ক নেই। তবে হঠাৎ করে দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে, ব্যাথা হলে বা এগুলি থেকে রক্তপাত শুরু হলে চিকিৎসকের পরামর্শ নিন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রোজ প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছেন! অজান্তেই কি শরীরকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন?
Teeth Health: দাঁতের ফাঁকে খাওয়ার আটকে থাকলে কি দিয়ে পরিষ্কার করবেন টুথপিক নাকি ফ্লজ?