ঠোঁটে কালো ছোপ দূর করুন! ৪ টোটকায় পান সুন্দর গোলাপি ঠোঁট

swaralipi dasgupta |  
Published : Jun 15, 2019, 07:02 PM IST
ঠোঁটে কালো ছোপ দূর করুন! ৪ টোটকায় পান সুন্দর গোলাপি ঠোঁট

সংক্ষিপ্ত

সারাদিনের ব্যস্ততায় মুখের যে অংশটি সবচেয়ে বেশি অবহেলিত হয়, সেটি হল একজোড়া ঠোঁট সাজার সময়ে ঠোঁটে লিপস্টিক পরলেও, ঠোঁটের সৌন্দর্য নিয়ে তেমন মাথা ঘামানোর সময় থাকে না আর তাই সুন্দর মুখেই ফাটতে থাকে ঠোঁট অথবা কালো ছোপ পড়ে যায়, যা ঠেকাতে লিপস্টিকের উপরেই নির্ভর করতে হয়

সারাদিনের ব্যস্ততায় মুখের যে অংশটি সবচেয়ে বেশি অবহেলিত হয়, সেটি হল একজোড়া ঠোঁট। সাজার সময়ে ঠোঁটে লিপস্টিক পরলেও, ঠোঁটের সৌন্দর্য নিয়ে তেমন মাথা ঘামানোর সময় থাকে না। আর তাই সুন্দর মুখেই ফাটতে থাকে ঠোঁট। অথবা কালো ছোপ পড়ে যায়, যা ঠেকাতে লিপস্টিকের উপরেই নির্ভর করতে হয়।

কিন্তু জানেন কি বেশি কাঠখড় না পুড়িয়েও পাওয়া যেতে পারে একজোড়া গোলাপি ঠোঁট। তার জন্য কয়েকটি সহজ উপায়ের উপরে নির্ভর করতে হবে।  

১) ঘুমোতে যাওয়ার আগে রোজ রাতে ঠোঁটে আমন্ড অয়েল মালিশ করুন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিন। 

২) ঠোঁটের মরা কোষ তুলতে একটি ব্রাশ ভিজিয়ে ঠোঁটের উপরে হালকা হাতে ঘষুন।রোজ রাতে এটি করলে ঠোঁচ ঝকঝকে থাকবে। 

৩) রোদে বেরনোর আগে যেমন মুখে সান প্রোটেকশন ক্রিম মাখেন, তেমনই ঠোঁটেও এসপপিএফ যুক্ত বাম মাখুন। তার পরে বেরোন। 

৪) লেবু, মধু ও চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ঠোঁটে ঘষুন। চিনি স্ক্রাবারের কাজ করে। এই টোটকায় মরা কোষ উঠে যায় এবং ঠোঁট উজ্জ্বল থাকে। 

তা হলে আর দেরি কীসের। মেক আপ লিপস্টিক ছাড়াই সুন্দর এক জোড়া গোলাপি ঠোঁট পেতে হলে এই কটি টোটকা ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক ভাবে সুন্দর ঠোঁট পেলে আর লিপস্টিকের পিছনে খরচ করতে হবে না। 

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়
বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা