ভেরিকোজ ভেন থেকে বাঁচতে গেলে কী করতে হবে জেনে নিন

  • ভেরিকোজ ভেন একটি যন্ত্রণাদায়ক  অবস্থা
  • দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন যাঁরা তাঁদের এই রোগ হয়
  • এই রোগ থেকে মুক্তি পেতে স্বাস্থ্য়কর জীবনযাত্রা অতিবাহিত করা দরকরা
  • তবে উপসর্গ খুব তীব্র হলে অপারেশন করারও দরকার হতে পারে

দাঁড়িয়ে থাকা, হাঁটা,দৌড়নো, সবকিছু সামাল দেয় আমাদের পাদৈনন্দিন জীবনযাপনে, যাঁদের পায়ে প্রচুর চাপ পড়ে, যেমন শেফ, ট্রাফিক পুলিশ, ইভেন্ট ম্য়ানেজার, ডাক্তার, নার্স, তাঁরাই ভেরিকোজ ভেন ও পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজে আক্রান্ত হতে পারেন

েরিকোজ ভেনের উপসর্গ বলতে, পায়ে ব্য়থা বা অস্বস্তি ও ভারিভাব, গোড়ালি ফুলে যাওয়া, ত্বকে বাদামি দাগ হওয়া এগুলো হল প্রাথমিক উপসর্গ বিশ্রামের সময়ে পা উঁচুতে রাখা দরকার এবং বসে থাকার সময়ে পা-দুটিকে কোনাকুনি করে না-রাখাই উচিত নিয়মিত ব্য়ায়াম করা উচিত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না-থেকে মাঝেমধ্য়ে বসা উচিত পুষ্টিকর খাবার তো খাওয়া উচিতই সেইসঙ্গে উঁচু হিলের জুতো না-পরা উচিত সাধারণত ১০ থেকে ১৫ শতাংশ মহিলা এর স্বীকার হন

Latest Videos

অ্য়াথেরোসক্লেরোসিসের কারণে, আর্টারিতে  ফ্য়াট জমে, রক্তপ্রবাহে বাধার সৃষ্টি হয় ফলে পায়ে চাহিদা মতো রক্ত সরাবরাহ হয় না তাই পায়ে ব্য়থা করে হাঁটা বা সিঁড়ি দিয়ে ওঠার মতো কাজকর্মে উরু বা কাফ মাসেলে যন্ত্রণাদায়ক ক্র্য়াম্প হয় এই সমস্য়াই হল পেরিফেরাল আর্টারি ডিজিজ  এই রোগের অন্য় লক্ষণ হল, শরীরের অন্য় অংশের তুলনায়, পায়ের নীচে বা পায়ের পাতায় ঠান্ডাভাব, পায়ের আঙুল, পাতা বা পায়ের এমন ক্ষত যা সারতে সময় লাগেডায়াবেটিস, হাইব্লাড কোলেস্টেরল, অ্য়ানুইরিজম, হার্ট অ্য়াটাক বা স্ট্রোক, ওবেসিটি, ভাসকুলার ডিজিজের পারিবারিক ইতিহাস এই রোগের ঝুঁকি বাড়ায়

এর থেকে মুক্তি পেতে, স্বাস্থ্য়কর লাইফস্টাইলের সঙ্গে নিয়মিত পরিশ্রম করা দরকার কোলেস্টেরল আর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা দরকার  ওজন নিয়ন্ত্রণে রাখাও দরকার প্রয়োজনে, সার্জারিতে যেতে হতে পারে তবে সার্জারির তখনই প্রয়োজন, যখন উপসর্গ খুব তীব্র হয়, হাঁটা বা দাঁড়িয়ে থাকার মতো সাধারণ কাজকর্মও আর করা সম্ভব  হয় না

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি