সাবধান, রুটি থেকে হতে পারে সিলিয়াক ডিজিস

  • সিলিয়াক ডিজিস বিশেষ একধরনের রোগ, যা সাধারণত ছোটদের হয়
  • যা সাধারণত রুটি বা পাউরুটি থেকে হয়, বৃদ্ধি ব্য়াহত হতে পারে এর থেকে
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পাউরুটির অভাব পড়েছিল
  • তখন দেখা গিয়েছিল এই রোগের রোগীরা সেরে উঠেছিলেন 

সিলিয়াক ডিজিসকে বলা হয় গ্লুটেন এনটেরোপ্য়াথি যা আটাজাতীয় খাবার থেকে হতে পারে গম, বার্লি, রাই , যাদের মধ্য়ে গ্লুটামিনের একটা অংশ থাকে, তা ক্ষুদ্রান্তের হজম ক্ষমতা কমিয়ে দেয় তাতে করে ক্ষুদ্রান্তের মিউকাস ক্ষতিগ্রস্ত হয় এর ফরে বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক রোগীদের দৈহিক  বৃদ্ধি ও ওজন কমে যায় হিমোগ্লোবিন কমে গিয়ে অ্য়ানিমিয়া দেখা দেয় সাধারণত ছোট বয়স থেকেই এই রোগ হয় তবে বড় বয়সেও এই রোগ ধরা পড়তে পারে

যে দেশে রুটি বা পাউরুটি খাওয়ার প্রচলন বেশি সেখানে এই রোগ বেশি হয়দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যখন পাউরুটি পাওয়া যাচ্ছিল না, তখন সিলিয়াক রোগের রোগীরা সুস্থ হয়ে ওঠেতার থেকেই বোঝা যায়, এই রোগের নেপথ্য়ে রয়েছে রুটি বা পাউরুটি এই রোগে ছোট বাচ্চাদের বুকের দুধ খাওয়া বন্ধ হয়ে যায় বাচ্চারা যখন সাধারণ ভাতরুটি খেতে শুরু করে তখন তার কষ্ট শুরু হয় বাচ্চার পেট ফুলে ওঠে, পাতলা পায়খানা শুরু হয়এই রোগে হিমোগ্লোবিনের অভাবে দেহের বাড়বৃদ্ধি ব্য়াহত হয়বাচ্চা সবসময়ে ঘ্য়ানঘ্য়ান করতে থাকে না-পড়াশোনা করতে পারে, না-খেলাধুলো করতে পারেদুর্বলতা দেখা দেয়স্প্লিন শুকিয়ে যায় ভিটামিন-ডি ও ক্য়ালশিয়াম শোষণ না-হওয়ার ফলে হাড় ভঙ্গুর হয়হাড়ের জোর কমে যায়গাঁটেগাঁটে ব্য়থা হয়প্রোটিন হজম হয় নাখিঁচুনি হতে পারেপ্রোটিনের অভাবে পা ফুলতে পারে, পেটে জল জমতে পারেলিভার বড়় হয়ে যেতে পারে, মুখে ঘা হতে পারেমহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে গিয়ে বন্ধ্য়াত্ব আসতে পারে ছোটবেলায় দেখা গেলেও অনেক সময়ে ষাট বছর বয়সে এই রোগ ধরা পড়েএই রোগ ত্বকেও প্রভাব ফেলতে পারেএমনকি দীর্ঘদিন ধরে এই রোগে ভুগলে তা ক্য়ানসারের দিকে এগোতে পারে আর লিম্ফোমা রোগ সৃষ্টি করতে পারে

Latest Videos

তবে একথা মনে করার কোনও কারণ নেই যে, রুটি খেলেই এই রোগ হবে যদি কাউর এই ধরনের কোনও উপসর্গ দেখা দেয়, তাহলে ডাক্তারের কাছে যান ডাক্তার বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করে তবেই বলতে পারবেন, আপনার এই রোগ হয়েছে কিনা যদি এই রোগ হয় তাহলে সেই অনুযায়ী চিকিৎসা ও ডায়েট  ঠিক করে দেবেন  আপনার ডাক্তারই তবে সেক্ষেত্রে সাধারণত গ্লুটেন-ফ্রি খাবার খেতে হবে আপনাকে

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari