পালিশ ছাড়াই পরুন গয়না, ঘরোয়া উপায়ে ফিরে পান গয়নার হারানো জেল্লা

  • গয়নার জেল্লা ফেরানোর জন্য পালিশ আর নয়
  • ঘরোয়া উপায় পরিস্কার করুন গয়না
  • মাথায় রাখুন কয়েকটি টিপস
  • মুহুর্তে ফিরিয়ে আনুন গয়নার জেল্লা

Jayita Chandra | Published : Jun 29, 2019 11:00 AM IST

সাবেকি গয়নার প্রসার বাড়ছে রকর্মেই। ফলেই চাহিদা বাড়ছে আলমারিতে পরে থাকা মা-ঠাকুমার গয়নার বাক্সের খোঁজ তাই এখন বাড়িতে বাড়িতে। কিন্তু অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে মাথায় হাত। গয়নার মধ্যে নেই সেই রঙের ছটা। ফলেই পোশাকের সঙ্গে তা মানাসই হয়ে উঠছে না মোটেই। এমন অবস্থায় তা পালিশ করতে গেলে বেজায় বিপত্তির মুখে পড়তে হবে, কারন পালিশ মানেই তা সময় সাপেক্ষ।

এই এবার জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে ফেরাবে ফেরাবেন গয়নার জেল্লা।
১. ঘরে থাকা মাজন তুলোতে নিয়ে গয়নার ওপর আলতো করে ঘষুন, দেখবেন ক্রমেই তার উজ্বলতা ফিরে আসছে, এবং দেখতেও অনেকাংশে সুন্দর হয়ে উঠবে।
২. ক্ষার ছাড়া সাবান জলে ভিজিয়ে তা কাপড়ের দিয়ে গয়নার ওপর ঘোষলে গয়নার রঙ ফিরে আসে আগের অবস্থায়। 
৩. জলের মধ্যে বেকিং সোডা দিয়ে পরিষ্কার করা যেতে পারে গয়না। সঙ্গে রাখুন একটি ফয়েল পেপার। সেই কাজ দিয়েই ঘষে তুলুন ময়লা।
৪. অনেক সময় কেবলই জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর তাতে পাওডার দিয়ে ও কাপর দিয়ে মুছলেও গয়নার লালিত্য ফিরে আসে।
৫. কাপর কাচার সাবানের সঙ্গে কয়লা মিশিয়েও গয়না পরিস্কার করা যেতে পারে। 

Share this article
click me!