শরীরের কোনও অংশ পুড়ে গেলে চটজলদি কী করবেন, মাথায় রাখুন কয়েকটি টিপস

  • শরীরের কোনও অংশ পুড়ে গেলে ঘাবরাবেন না
  • পোড়া অংশ ঘরোয়া উপায় সারিয়ে তুলুন
  • হাতের কাছে থাকা কয়েকটি সহজ সমাধানের হদিশ 
  • পোড়া স্থলে জল না লাগানোই ভালো

Jayita Chandra | Published : Jun 30, 2019 9:29 AM IST

প্রত্যহ কাজ করার সময় হোক বা অন্য কারণেই হোক, শরীরের নানা স্থানে গরম কিছু পরে যাওয়া বা ছেঁকা লাগার ঘটনা প্রায় ঘটে থাকে। সেই মুহুর্তে সুহারা মিলবে কীভাবে, মাথায় রাখুন কয়েকটি উপায়। হাতের কাছে সবসময় ওযুধের সন্ধান নাই থাকতে পারে। সেই মুহুর্তে সমস্যার সন্মুখীন হতে হয় অনেকেই। ফলেই জ্বালা ব্যাথা কমাতে রইল ঘরোয়া টিপস।

জেনে নিন ঠিক কী কী উপায় মিলবে সমাধানঃ
১. পোড়া জায়গায় বরফ লাগিয়ে রাখুন। সেই জায়গায় জল কখনই লাগানো ঠিক নয়, তাতে ফোসকা পরার সম্ভাবনা বেড়ে যায়। ফ্রিজে থাকা বরফ সেই স্থানে লাগালে মিলবে স্বস্তি।
২. বরফ না থাকলে হাতের কাছে আইস্ক্রিম থাকলেও লাগিয়ে দিতে পারেন ক্ষত স্থানে। তাও রবফের মতনই কাজ করবে। এবং জ্বালা অনেকটা কমবে। 
৩. বরফ লাগানোর পদ্ধতি মাথায় রাখা একান্ত প্রয়োজন। ক্ষতস্থানে ঘষে বরফ লাগালে সেই জায়গা ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই, বরফ লাগিয়ে ফেলুন একটি কাপরে জড়িয়ে।
৪. বাড়িতে দাঁত মাজার মাজন থাকলে সেই জায়গায় লাগিয়ে দিন। জ্বালা কমে যাবে মুহুর্তের মধ্যে। সেই জায়গায় পুনরায় মলম লাগানোর আগে তা ধুয়ে ফেলুন। 

৫. রাত্র শোওয়ার আগে সেই ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে রাখুন। কয়েকদিন সেই স্থানটিকে যত্নে রাখুন। দেখবেন তারাতারি সারিয়ে তোলা সম্ভব হবে। 

Share this article
click me!