চালে থাকা পোকা দূর করার উপায়?
লবঙ্গ:
চালে থাকা পোকা দূর করতে ৮-৯টি লবঙ্গ চালে রাখুন। লবঙ্গের তীব্র গন্ধ চালের পোকা দূর করতে সাহায্য করে। তাই এই পদ্ধতি অনুসরণ করলে চালের পোকা সহজেই দূর করা যায়।
নিমপাতা:
চালের পোকা দূর করতে নিমপাতা একটি ভালো উপায়। নিমপাতা গুঁড়ো করে একটি কাপড়ে বেঁধে চালের পাত্রে রাখুন। নিমপাতার প্রাকৃতিক গুণ পোকা দূর করবে।