দরজার মাদুর পরিষ্কার করার সহজ উপায়
প্রথমে আলগা ধুলো-ময়লা সরান; নাহলে পানি দিলে তা আটকে যাবে। ব্রাশ বা ঝাড়ু দিয়ে ময়লা সরান। জীবাণু মারতে রোদে রাখুন।
শুকনো পরিষ্কার
বেকিং সোডা ছিটিয়ে ২-৩ ঘন্টা রেখে ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন। এটি দুর্গন্ধ ও জীবাণু দূর করে।
ডিটারজেন্টে ভিজিয়ে রাখুন
হাতে ধোয়া ভালো। গরম পানি ও ডিটারজেন্টে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। ময়লা আলগা হলে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন।