Gardening Tips: বর্ষায় ভেসে যাচ্ছে আপনার ছাদবাগান! কীভাবে যত্ন নেবেন জানেন?

Published : Jul 24, 2025, 01:06 AM IST
Fast-growing flowers for August and September gardening

সংক্ষিপ্ত

Gardening Tips: আপনার শখের ছাদবাগান বর্ষায় একটু বাড়তি যত্ন চায়। হাত থেকে গাছ বাঁচাতে রইল কিছু সহজ টিপস।

Gardening Tips: বর্ষায় প্রকৃতি প্রকৃতি সতেজ হয়ে ওঠে ঠিকই, কিন্তু ছোট্ট ছাদবাগান ভেসে যাওয়ার মতো অবস্থা হয়। অতিরিক্ত আর্দ্রতা, গোড়ায় জল জমে থাকা ও ছত্রাক-পোকার আক্রমণে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। সারা বছর যত্ন করে বড়ো করে তোলা গাছ বর্ষার ধাক্কায় নষ্ট হয়ে যাচ্ছে। তাই বর্ষার সময় ছাদবাগানের বাড়তি যত্ন নেওয়া খুবই জরুরি। জেনে রাখুন কিছু সহজ টিপস, বর্ষার প্রকোপ থেকে আপনার শখের ছাদবাগান বাঁচাতে।

টবের মধ্যে দূরত্ব বজায় রাখুন

সব গাছ একসঙ্গে ঠাসাঠাসি করে না রেখে সামান্য দূরত্বে রাখুন। এতে টবের মধ্যে বাতাস চলাচল করবে, গাছ দ্রুত শুকোবে, ছত্রাকও সহজে বাসা বাঁধতে পারবে না। পাশাপাশি অতিরিক্ত জল জমার আশঙ্কাও কমে যাবে।

২। জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখুন

টবে থাকা গাছের গোড়ায় মাটিতে অতিরিক্ত জল জমলে শিকড় পচে যেতে পারে। তাই টবে অতিরিক্ত জল বের হয়ে যাওয়ার ছিদ্র রাখুন। নিয়মিত পরীক্ষা করুন জল নিষ্কাশন ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে কিনা।

এছাড়াও মাটি মাঝে মাঝেই খুঁড়ে আলগা করে দিন। যাতে শিকড় ভালোভাবে শ্বাস নিতে পারে, অতিরিক্ত জলও না জমে।

৩। ছাদ পরিষ্কার রাখুন

গাছের ঝরা ফুল-পাতা, মাটি, জমে থাকা জল আপনার ছাদের ক্ষতি করতে পারে। তাই শখের ছাদবাগান নিয়মিত পরিষ্কার করুন। ফুল-পাতা-মাটি পড়ে ছাদের নালার মুখ বন্ধ হয়ে আছে কিনা দেখে নিন। জল জমে স্যাঁতসেঁতে ও শ্যাওলা ভবিষ্যতে ছাদে ফাটল বা ড্যাম্প ধরাতে পারে।

৪। ছত্রাক ও পোকা প্রতিরোধ

বর্ষাকালে গাছের পাতা হলুদ বা কালো হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা খুবই সাধারণ। এগুলো ছত্রাক বা পোকার আক্রমণের লক্ষণ। আক্রান্ত গাছ আলাদা করে রেখে প্রাকৃতিক কীটনাশক স্প্রে করুন। কীটনাশক হিসেবে নীম তেল ব্যবহার করতে পারেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঝাঁ চকচকে অফিসে বসেও কাজ করতে আপনার ইচ্ছা নেই? তাহলে হতে পারে এই কারণগুলি
মদ্যপানেই স্বস্তি ও ফুরফুরে মন, জবাব পাওয়া যেতে পারে মানুষের পূর্বপুরুষের অভ্যেস বিবেচনায়