জল ছাড়াই চলবে এয়ার কুলার! নিমেষের মধ্যে ঘর হবে ঠান্ডা কনকনে, কত দাম জানেন?

জল ছাড়াই চলবে এয়ার কুলার! তাও আবার মাত্র ৬ হাজার টাকায়। ঘর হবে একেবারে এসির মতো কনকনে ঠান্ডা। কিন্তু কোথায় পাবেন এই অত্যাধুনিক এয়ার কুলার?

Anulekha Kar | Published : May 21, 2024 6:41 AM IST

জল ছাড়াই চলবে এয়ার কুলার! তাও আবার মাত্র ৬ হাজার টাকায়। ঘর হবে একেবারে এসির মতো কনকনে ঠান্ডা। কিন্তু কোথায় পাবেন এই অত্যাধুনিক এয়ার কুলার?

বারবার জল ভরতে হবে বলে অনেকেই এয়ার কুলার কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু বাজারে এসেছে এমন এয়ার কুলার যাতে জল ভরার কোনও প্রয়োজন নেই। জল ছাড়াই দিব্যি ঘর ঠান্ডা হবে।

Latest Videos

সময়ের সঙ্গে যুগও বদলাচ্ছে। হাতে সময়ও অত্যন্ত কম। তাই কুলারে জল ভরার সময় অনেকের হাতেই নেই। তাই এই কথা মাথায় রেখেই বাজারে এসেছে অসাধারণ এই নতুন কুলার। সাধারণ কুলার ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত ঘর ঠান্ডা করে এদিকে এই ধরনের কুলার ৪০ ফুট পর্যন্ত এলাকা ঠান্ডা করে রাখার ক্ষমতা রাখে। কিন্তু জল ছাড়া কীভাবে ঠান্ডা হয়?

এই কুলারে জলের পরিবর্তে বরফের ব্যবহার হয়। বাজাজ, সিম্ফনি, ভোল্টাস, হিন্দওয়্যার, কেনস্টার সমস্ত কোম্পানিই বাজারে এই নতুন কুলার নিয়ে এসেছে। মাত্র ৬ হাজার টাকাতেই পাওয়া যাবে এই ধরনের কুলার। এ ছাড়াও ৫৫ থেকে ১৩৫ লিটার পর্যন্ত ট্যাঙ্কের কুলার পাওয়া যাবে। ফলে রোজ রোজ আর জল ভরতে হবে না। একবার পুরো ট্যাঙ্ক ভরে করে রাখলেই তিন-চারদিন চলবে। ৫৫ লিটার এয়ার কুলারের দাম ৯ হাজার টাকা, ৬৫ লিটার ১০ হাজার টাকা, ৭৫ লিটার ১২ হাজার টাকা, এবং ৯০ লিটার ১৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

Share this article
click me!

Latest Videos

Rashifal | রাশিফল ১৮ সেপ্টেম্বর : আজ আপনার কপালে কি আছে? দেখুন কি বলছে আজকের রাশিফল
'নারী নিরাপত্তা কোথায়!' মালদায় সাতসকালে হাড়হিম করা ঘটনা, দর্শকের ভূমিকায় গোটা গ্রাম | Malda News
'একটা বেয়াদব' শুভেন্দুর নিশানায় কলকাতার নয়া পুলিশ কমিশনার | Suvendu Adhikari | CP Kolkata |
'CBI-এর রিপোর্টে যা আছে, যেদিন প্রকাশ্যে আসবে...' যা বলেদিলেন শুভেন্দু | Suvendu Adhikari | RG Kar
বিয়ে পাগলা বর! ২ বউ থাকতে তৃতীয় বিয়ে! ফুলশয্যার রাতে ধরা পড়ল বৌ সমেত বর | Maynaguri News Today