জল ছাড়াই চলবে এয়ার কুলার! নিমেষের মধ্যে ঘর হবে ঠান্ডা কনকনে, কত দাম জানেন?

Published : May 21, 2024, 12:11 PM IST
air cooler

সংক্ষিপ্ত

জল ছাড়াই চলবে এয়ার কুলার! তাও আবার মাত্র ৬ হাজার টাকায়। ঘর হবে একেবারে এসির মতো কনকনে ঠান্ডা। কিন্তু কোথায় পাবেন এই অত্যাধুনিক এয়ার কুলার?

জল ছাড়াই চলবে এয়ার কুলার! তাও আবার মাত্র ৬ হাজার টাকায়। ঘর হবে একেবারে এসির মতো কনকনে ঠান্ডা। কিন্তু কোথায় পাবেন এই অত্যাধুনিক এয়ার কুলার?

বারবার জল ভরতে হবে বলে অনেকেই এয়ার কুলার কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু বাজারে এসেছে এমন এয়ার কুলার যাতে জল ভরার কোনও প্রয়োজন নেই। জল ছাড়াই দিব্যি ঘর ঠান্ডা হবে।

সময়ের সঙ্গে যুগও বদলাচ্ছে। হাতে সময়ও অত্যন্ত কম। তাই কুলারে জল ভরার সময় অনেকের হাতেই নেই। তাই এই কথা মাথায় রেখেই বাজারে এসেছে অসাধারণ এই নতুন কুলার। সাধারণ কুলার ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত ঘর ঠান্ডা করে এদিকে এই ধরনের কুলার ৪০ ফুট পর্যন্ত এলাকা ঠান্ডা করে রাখার ক্ষমতা রাখে। কিন্তু জল ছাড়া কীভাবে ঠান্ডা হয়?

এই কুলারে জলের পরিবর্তে বরফের ব্যবহার হয়। বাজাজ, সিম্ফনি, ভোল্টাস, হিন্দওয়্যার, কেনস্টার সমস্ত কোম্পানিই বাজারে এই নতুন কুলার নিয়ে এসেছে। মাত্র ৬ হাজার টাকাতেই পাওয়া যাবে এই ধরনের কুলার। এ ছাড়াও ৫৫ থেকে ১৩৫ লিটার পর্যন্ত ট্যাঙ্কের কুলার পাওয়া যাবে। ফলে রোজ রোজ আর জল ভরতে হবে না। একবার পুরো ট্যাঙ্ক ভরে করে রাখলেই তিন-চারদিন চলবে। ৫৫ লিটার এয়ার কুলারের দাম ৯ হাজার টাকা, ৬৫ লিটার ১০ হাজার টাকা, ৭৫ লিটার ১২ হাজার টাকা, এবং ৯০ লিটার ১৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়
বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা