অপরাজিতা গাছের রয়েছে অলৌকিক বাস্তুগুণ! বাড়ির এই কোণে লাগালেই ফুলে ফেঁপে উঠবে ধন-সম্পদ

Published : Jan 03, 2025, 01:10 PM IST

অপরাজিতা গাছের রয়েছে অলৌকিক বাস্তুগুণ! বাড়ির এই কোণে লাগালেই ফুলে ফেঁপে উঠবে ধন-সম্পদ

PREV
18

এমন বেশ কিছু গাছ রয়েছে যা ঘরে আনলে সুখ ও সমৃদ্ধি আসে। বাস্তুমতে বিভিন্ন গাছের বিভিন্ন রকম বাস্তুগুণ রয়েছে। তেমনই একটি বিশেষ ফুল হল অপরাজিতা।

28

অপরাজিতা গাছকে ধর্মীয় মতেও বেশ শুভ ফুল হিসাবে ধরা হয়। এই নীল ফুলের রয়েছে প্রচুর বাস্তুগুণ। আসুন জেনে নেওয়া যাক এই ফুল গাছ বাড়িতে লাগালে কী কী হয়?

38

বাস্তুমতে এই গাছের প্রচুর ইতিবাচক প্রভাব রয়েছে। এই গাছ নিজের আশপাশের পরিবেশে পজিটিভ এনার্জি দেয় ও সমৃদ্ধি আনে।

48

এই গাছকে শিবের গাছ বলা হয়। তাই অপরাজিতা গাছ লাগালে ঘরে শিবের আগমন হয়েছে বলা যেতে পারে।

58

উত্তর, উত্তর পূর্ব বা পূর্ব দিকে অপরাজিতা গাছ লাগানো অত্যন্ত শুভ। এই দিকে গাছ লাগালে সুখ-সমৃদ্ধি বয়ে আনে।

68

তবে এই গাছ কখনই দক্ষিণ-পশ্চিমে লাগানো উচিত নয়, এতে ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব দেখা দেয়।

78

বাড়িতে এই গাছ লাগালে চরম অর্থসুখ লাভ হয় ও অভাব কাটে। টাকার সমস্যা দূর হয়ে যায়।

88

অপরাজিতা গাছ লাগালে সমৃদ্ধি ও সুখ আসে। সংসারে সদা সুখ বিরাজ করে এমনই মত বাস্তু বিশেষজ্ঞদের।

click me!

Recommended Stories