দাগযুক্ত পোশাক...
অনেকেই কাপড়ে দাগ লাগলে তা ওই অবস্থাতেই ওয়াশিং মেশিনে দিয়ে দেন। এটা একটি সাধারণ ভুল। বিশেষজ্ঞদের মতে, এমনটা করা উচিত নয়। কাপড়ে দাগ লাগলে, মেশিনে দেওয়ার আগে হাতে করে দাগ তুলে নেওয়া উচিত। এরপর মেশিনে দিলে দাগ পুরোপুরি চলে যাবে।
ঠান্ডা জল
অনেকের গরম জলে কাপড় কাচার অভ্যাস থাকে। কিন্তু, খুব গরম জলে কাচলে কাপড়ের ক্ষতি হয়। ঠান্ডা জলে কাপড় কাচা সবসময়ই ভালো। এতে কাপড়ের রঙ ঠিক থাকে এবং কুঁচকে যাওয়া কমে।