শিশুদের গায়ে ট্যালকম দেওয়া কি নিরাপদ? অজান্তে ভুল করার থেকে বিরত থাকুন
শিশুদের গায়ে ট্যালকম দেওয়া কি নিরাপদ? অজান্তে ভুল করার থেকে বিরত থাকুন
Anulekha Kar | Published : Dec 12, 2024 9:31 AM IST
স্নানের পর শিশুর গায়ে ট্যালকম পাউডার লাগানো অনেক মা-বাবার অভ্যাস। এতে শিশু ফ্রেশ থাকে এবং সুন্দর ঘ্রাণ ছড়ায়। কিন্তু, শিশুর জন্য ট্যালকম পাউডার কি আদৌ উপযুক্ত? বিশেষজ্ঞরা কী বলছেন দেখে নেওয়া যাক।
বিশেষজ্ঞদের মতে শিশুদের গায়ে ট্যালকম পাউডার ব্যবহার করা উচিত নয়। কারণ এই পাউডার শিশুর নাক ও মুখ দিয়ে ফুসফুসে প্রবেশ করতে পারে। এর ফলে শিশুদের শ্বাসকষ্টজনিত সমস্যা, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে।
বেবি পাউডারে ট্যালক নামক একটি খনিজ যৌগ থাকে, যাতে অ্যাসবেস্টস নামক পদার্থ থাকতে পারে। এটি ক্যান্সারের কারণ হতে পারে। তাই বেবি পাউডার ব্যবহার করলে শিশুরা এটি শ্বাসের সাথে গ্রহণ করতে পারে এবং ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
শিশুদের গায়ে পাউডার ব্যবহারের সময় মায়েদের কিছু বিষয় মনে রাখা উচিত: - শিশুর মুখে সরাসরি পাউডার না লাগিয়ে, একটি নরম কাপড়ে পাউডার নিয়ে শিশুর গায়ে লাগান।- পাউডার যেন শিশুর চোখ, নাক ও মুখে না লাগে।- স্নানের পরপরই শিশুর গায়ে পাউডার লাগাবেন না।