ভিনেগার এবং লেবু:
বাথরুমে দুর্গন্ধ হলে, কয়েক ফোঁটা ভিনেগার এবং লেবুর রস মিশিয়ে বাথরুমে স্প্রে করুন। দেয়ালে ভিজে থাকলে তা মুছে ফেলুন।
বেকিং সোডা:
বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে কার্যকর। স্প্রে বোতলে বেকিং সোডা ভরে বাথরুমে স্প্রে করুন। লেবুর রস মেশাতে পারেন।
লবঙ্গ:
কয়েকটি লবঙ্গ বাথরুমে রাখলে দুর্গন্ধ দূর হয়ে সুন্দর সুবাস ছড়াবে।